দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আজ থেকে ৪৫ বছরের বেশি বয়সের যে কেউ করোনা টিকা নিতে পারবেন । এত কিছু সত্ত্বেও কোনভাবে করোনা সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না । প্রতিদিন দ্রুত হারে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ৭২ হাজার ছাড়াল । একদিনে মারা গেছে ৪৫৯ জন
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্ত হয়েছেন ৪০ হাজারের বেশি । কিন্তু সেখানে একদিনে নতুন করে সংক্রামিত হয়েছে ৭২ হাজারের বেশি । এই অবস্থায় করোনার টিকার উপর কতখানি ভরসা করা যায় তাই নিয়ে অনেকেই সন্দিহান হয়ে পড়ছেন । সরকারী হিসাবে এখনও পর্যন্ত ৬,৫১, ১৭, ৮৯৬ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে ।
গত ২৪ ঘণ্টায় দেশের করোনা চিত্র সরকারী পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, নতুন করে আক্রান্ত ৭২ হাজার ৩৩০ । মৃত্যু হয়েছে ৪৫৯ জনের । সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১,২২, ২১,৬৬৫ । এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন, ১, ১৪, ৭৪, ৬৮৩ জন । এর মধ্যে অ্যাক্টিভ কেস ৫,৮৪,০৫৫ । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে, ১,৬২, ৯২৭ জনের ।
দেশের মধ্যে আক্রান্তের নিরিখে সবার প্রথমে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে কেরল, তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা না করলেও অনেকেই আশঙ্কা করছেন, ইতিমধ্যে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে । গত বছরের মত এই বছর ফের লকডাউনের পথে কি হাঁটবে দেশ ? এই প্রশ্ন এখন সকলের মনে মনে ঘুরছে । ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে নাইট কার্ফু চালু করা হয়েছে ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চাইছে করোনা টিকাকরনের কাজ আরও দ্রুত থেকে দ্রুততর করতে । আজ ১ লা এপ্রিল থেকে গোটা দেশে ৪৫ বছরের উপর বয়স হলে যে কেউ টিকা নিতে পারবেন । উল্লেখ্য, ১৬ জানুয়ারি থেকে টিকা কর্মসূচি শুরু হয়েছিল দেশে। প্রথম দফায় চিকিত্সক স্বাস্থ্য কর্মী ও ফন্ট লাইন করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে টিকা দেওয়া হয় ৬০ বছর বেশি ব্যস্কদের এবং শারীরিক ভাবে অসুস্থ ৪৫ বছরের বেশি বয়স্কদের।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…