ভোটের মধ্যেই করোনার হটস্পট কলকাতা! সুস্থতার তুলনায় সংক্রমণ দ্বিগুণ
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অনেকেই সন্দেহ করছেন হয়ত ভোটের কারনেই করোনার প্রকৃত চিত্র তুলে ধরা হচ্ছে না! আদতে সংক্রমণের মুল চিত্র আরও ভয়াবহ । মহারাষ্ট্রে খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ । এদিকে গত ২৪ ঘণ্টায় শহর কলকাতার করোনা চিত্র বেশ ভীতিজনক । সুস্থতার তুলনায় নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মুখে স্বীকার না করলেও করোনার দ্বিতীয় ঢেউ যে আছড়ে পড়েছে সে বিষয়ে অনেকেরই কোন সন্দেহ নেই । গত এক সপ্তাহ ধরে কোনভাবেই করোনা সংক্রমণের হার কমছে না । নতুন করে লকডাউনের আশংকায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা । এদিকে রাজ্যে ভোটের আবহের মধ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত রেকর্ড করেছে । একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,২৭৪ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন মাত্র ৫৩৪ জন । মৃত্যু হয়েছে ২ জনের ।
গত বছরের শেষের দিকে করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি ছিল । আনলক পর্যায়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলন । কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই গত মাস থেকে আবার নতুন করে শুরু হয়েছে । মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লী, মধ্যপ্রদেশের মত রাজ্যগুলিতে ইতিমধ্যে সব ধরনের সাবধানতা নেওয়া হচ্ছে । এদিকে রাজ্যের কলকাতার করোনার চিত্র আরও ভয়াবহ দিকে যাচ্ছে ।
বাংলায় কলকাতা আক্রান্তের নিরিখে একেবারে শীর্ষে রয়েছে । গত একদিনে সেখানে ৩৯৯ জন আক্রান্ত হয়েছেন । কলকাতার ঠিক নিচেই রয়েছে উত্তর ২৪ পরগনার নাম । সেখানে এই সংখ্যাটা ৩৪৪ । যেভাবে করোনাবিধি অমান্য করে অবাধে রাজনৈতিক প্রচার চলছে, তাতে চিন্তিত হয়ে পড়ছেন বিশেষজ্ঞরা । চিকিৎসক মহলের ধারনা, খুব শীঘ্র রীতিমতো ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…