দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অনেকেই সন্দেহ করছেন হয়ত ভোটের কারনেই করোনার প্রকৃত চিত্র তুলে ধরা হচ্ছে না! আদতে সংক্রমণের মুল চিত্র আরও ভয়াবহ । মহারাষ্ট্রে খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ । এদিকে গত ২৪ ঘণ্টায় শহর কলকাতার করোনা চিত্র বেশ ভীতিজনক । সুস্থতার তুলনায় নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মুখে স্বীকার না করলেও করোনার দ্বিতীয় ঢেউ যে আছড়ে পড়েছে সে বিষয়ে অনেকেরই কোন সন্দেহ নেই । গত এক সপ্তাহ ধরে কোনভাবেই করোনা সংক্রমণের হার কমছে না । নতুন করে লকডাউনের আশংকায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা । এদিকে রাজ্যে ভোটের আবহের মধ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত রেকর্ড করেছে । একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,২৭৪ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন মাত্র ৫৩৪ জন । মৃত্যু হয়েছে ২ জনের ।
গত বছরের শেষের দিকে করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি ছিল । আনলক পর্যায়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলন । কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই গত মাস থেকে আবার নতুন করে শুরু হয়েছে । মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লী, মধ্যপ্রদেশের মত রাজ্যগুলিতে ইতিমধ্যে সব ধরনের সাবধানতা নেওয়া হচ্ছে । এদিকে রাজ্যের কলকাতার করোনার চিত্র আরও ভয়াবহ দিকে যাচ্ছে ।
বাংলায় কলকাতা আক্রান্তের নিরিখে একেবারে শীর্ষে রয়েছে । গত একদিনে সেখানে ৩৯৯ জন আক্রান্ত হয়েছেন । কলকাতার ঠিক নিচেই রয়েছে উত্তর ২৪ পরগনার নাম । সেখানে এই সংখ্যাটা ৩৪৪ । যেভাবে করোনাবিধি অমান্য করে অবাধে রাজনৈতিক প্রচার চলছে, তাতে চিন্তিত হয়ে পড়ছেন বিশেষজ্ঞরা । চিকিৎসক মহলের ধারনা, খুব শীঘ্র রীতিমতো ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে ।