দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ দেশজুড়ে রাজনৈতিক খবরকে ছাপিয়েও এখন শুধু করোনার দাপট । করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের বর্তমান পরিস্থিতি ইতিমধ্যে পিছিয়ে দিয়েছে বিশ্বের অন্যান্য দেশকে । রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেই উঠে আসছে ভয়াবহ করোনার চিত্র । ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে কোর্টে সশরীরে কোন শুনানি হবে না । কনফারেন্স কিম্বা ভারচুয়ালি এই শোনানির কাজ হবে ।
চারিদিকে ক্রমশ করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনার শিকার ১ লাখ ৮৪ হাজার ৩৭২ । মারা গেছে ১০২৭ জন । নতুন করে আক্রান্ত হওয়ার তুলনায় সুস্থতার হার অনেক কম । গতকাল সুস্থ হয়েছেন, ৮২,৩৩৯ জন । একাধিক রাজ্য ইরিমধ্যে নিজেদের মত করে ব্যবস্থা নিতে শুরু করেছে ।
কলকাতা হাইকোর্টের তরফ থেকে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আদালত চত্বরে ভিড় কমানোর ব্যবস্থা করতে হবে । গতকাল হাই কোর্টের রেজিস্টার জেনারেল এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে আদালতের কোন শোনানি থাকলে সেটি ভার্চুয়াল মোড অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা হবে । নতুন এই ব্যবস্থা কলকাতার পাশাপাশি আন্দামান এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ক্ষেত্রেও জারি থাকবে ।
দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির । গতকাল দিল্লিতে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ১৩ হাজার। করোনা সংক্রমণ লাগামছাড়া হচ্ছে মহারাষ্ট্রেও । পরিস্থিতি মোকাবিলায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে । গত রবিবার টাস্ক ফোর্সের সদস্যদের সাথে বৈঠক করেন মহারাষ্ট্র সরকার । সেখানে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় । এদিকে শহর কলকাতায় হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কলকাতায় বিভিন্ন আবাস্ন থেকে বেশি সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…