রাজ্যে করোনা এফেক্ট ! কলকাতা হাইকোর্টের সশরীরে শোনানি বন্ধের বিজ্ঞপ্তি জারি
রাজ্যে করোনা এফেক্ট ! কলকাতা হাইকোর্টের সশরীরে শোনানি বন্ধের বিজ্ঞপ্তি জারি

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ দেশজুড়ে রাজনৈতিক খবরকে ছাপিয়েও এখন শুধু করোনার দাপট । করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের বর্তমান পরিস্থিতি ইতিমধ্যে পিছিয়ে দিয়েছে বিশ্বের অন্যান্য দেশকে । রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেই উঠে আসছে ভয়াবহ করোনার চিত্র । ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে কোর্টে সশরীরে কোন শুনানি হবে না । কনফারেন্স কিম্বা ভারচুয়ালি এই শোনানির কাজ হবে ।

চারিদিকে ক্রমশ করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনার শিকার ১ লাখ ৮৪ হাজার ৩৭২ । মারা গেছে ১০২৭ জন । নতুন করে আক্রান্ত হওয়ার তুলনায় সুস্থতার হার অনেক কম । গতকাল সুস্থ হয়েছেন, ৮২,৩৩৯ জন । একাধিক রাজ্য ইরিমধ্যে নিজেদের মত করে ব্যবস্থা নিতে শুরু করেছে ।

কলকাতা হাইকোর্টের তরফ থেকে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আদালত চত্বরে ভিড় কমানোর ব্যবস্থা করতে হবে । গতকাল হাই কোর্টের রেজিস্টার জেনারেল এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে আদালতের কোন শোনানি থাকলে সেটি ভার্চুয়াল মোড অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা হবে । নতুন এই ব্যবস্থা কলকাতার পাশাপাশি আন্দামান  এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ক্ষেত্রেও জারি থাকবে ।

দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির । গতকাল দিল্লিতে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ১৩ হাজার। করোনা সংক্রমণ লাগামছাড়া হচ্ছে মহারাষ্ট্রেও । পরিস্থিতি মোকাবিলায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে । গত রবিবার টাস্ক ফোর্সের সদস্যদের সাথে বৈঠক করেন মহারাষ্ট্র সরকার । সেখানে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় । এদিকে শহর কলকাতায় হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কলকাতায় বিভিন্ন আবাস্ন থেকে বেশি সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।