দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ সোমবার দক্ষিনবঙ্গে নজিরবিহীনভাবে বাজ পড়ে মারা গেছেন ২৮ জন । এই বিরল ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ইতিমধ্যে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপুরন দেবার কথাও ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে । এবার রাজ্য সরকারের পক্ষ থেকেও একই পরিমাণ অর্থ ক্ষতিপুরন হিসাবে দেওয়ার কথা জানানো হল ।
গত সোমবার বিকালে আকাশ কালো করে মেঘ ঘনিয়ে আসে । রাজ্যের বেশ কিছু জেলায় ভালই ঝড়-বৃষ্টি হয় । দক্ষিন বঙ্গে একাধিক জায়গায় বজ্রপাতে মারা যান ২৮ জন । বেশ কিছু মানুষ আহত হয়েছেন । এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে একসাথে এতজন মানুষের প্রাণহানির ঘটনা বিরল । কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ টুইট করে ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী ।
এদিকে কেন্দ্রের পথ অনুসরণ করে একই পরিমাণ অর্থ অর্থাৎ মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা, এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার । রাজ্য সরকারের পক্ষ থেকে শাসক দলের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন, ‘আমরা শুধু ক্ষতিপূরণ নয়, শোকার্ত পরিবারদের পাশে যাব’। সোমবার বজ্রাঘাতে সবচেয়ে বেশী মারা গেছে মুর্শিদাবাদ জেলায় । সুত্রের খবর, আজ বুধবার সেই পরিবারদের সাথে দেখা করতে যাচ্ছেন অভিষেক । পরেরদিন বৃহস্পতিবার তিনি হুগলি, বাঁকুড়া ও মেদিনীপুর যাবেন দেখা করতে ।
সোমবার বজ্রাঘাতে হুগলী, মুর্শিদাবাদ, পশ্চিমমেদিনীপুর, নদীয়া থেকে বজ্রাঘাতে মৃত্যুর খবর পাওয়া গেছে । এদিকে ঘূর্ণিঝড় ইয়স (Yaas) বিধ্বস্ত এলাকায় পরিবারদের পাশে দাঁড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এবার রাজ্যে আচমকা বজ্রাঘাতে এভাবে একসাথে এত জনের মৃত্যু দেখে আর দেরি করলেন না নতুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।