দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ মৌসম ভবন থেকে সরাসরি কিছু জানানো হয়নি । কিন্তু স্যাটেলাইটে যেভাবে ঘূর্ণিঝড় ‘ইয়স’ ধীরে ধীরে অভিমুখ পরিবর্তন করছে, তাতে বাংলার উপর আছড়ে পড়ার সম্ভবনা বেশী ! ফলে আপাতত বাংলা-ওড়িশা উপকুল নয় । ‘ইয়স’-এর ল্যান্ডফল হতে চলেছে পূর্ব মেদিনীপুরের দিঘা-শঙ্করপুর উপকূলে ।
আম্ফানের পর এবার রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়স’ । আবহাওয়া দপ্তর থেকে এখনও অভিমুখ বদলের কথা বলা হয়নি । কিন্তু আতঙ্ক বাড়ছে স্যাটেলাইট চিত্র দেখে । লক্ষ্য করলে দেখা যাচ্ছে, গত ১২ ঘণ্টায় ‘ইয়স’ কিছুটা নিজের অভিমুখ বদল করেছে । ফলে ওড়িশার চাইতে বাংলা দিয়েই এই মারাত্মক ঘূর্ণিঝড় বয়ে যাবার সম্ভবনা বেশী তৈরি হচ্ছে । ফলে আগামী বুধবার দুপুরের পর পূর্ব মেদিনীপুরের দিঘা-শঙ্করপুর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ । এমনটাই ধারনা করতে শুরু করছেন আবহবিদরা। সুত্রঃ ECMWF
আপডেট পেতে এখানে ক্লিক করুন –
এই মুহূর্তে আজ থেকেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হতে শুরু করেছে । বর্তমানে রাজ্যের দিঘা সমুদ্র উপকুল থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৬০ কিমি দূরে অবস্থান করছে ‘ইয়াস’। আগামী একদিনের মধ্যে আরও বেশী শক্তি সঞ্চয় করার ফলে সোমবারের মধ্যেই সাইক্লোনে রূপ নেবে ‘ইয়স’ । এরপর বাংলার উপকুলের দিকে ধেয়ে আসবে সে । মঙ্গলবার নাগাদ রাজ্যে বৃষ্টিসহ দুর্যোগ শুরু হয়ে যাবে ।
বুধবার আবার ভরা কোটাল (পূর্ণিমা) থাকায় আবহাওয়া দপ্তর থেকে সাবধান করা হয়েছে । জানানো হয়েছে, ল্যান্ডফলের সময় ‘ইয়স’ এর গতিবেগ ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত থাকবে । সমুদ্রের জল ফুসে উঠে প্রায় ৬ মিটার অবধি জলোচ্ছাস হতে পারে । মঙ্গলবার থেকেই দুর্যোগ শুরু হয়ে যাবে । বুধবার রাজ্যের উপকুলবর্তী জেলাগুলিতে দুরন্ত শক্তি নিয়ে আছড়ে পড়বে সাইক্লোন ইয়স !
এদিকে রাজ্যে প্রশাসনিক স্তরে মাইকিং থেকে শুরু করে অন্যান্য প্রস্তুতি যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে । দীঘা,শঙ্করপুর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা থাকায় মত্সজীবীদের সরিয়ে আনা হয়েছে। ডায়মন্ড হারবার সহ উপকুলবর্তী এলাকাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল পৌঁছেছে। জেলাগুলিতে ভাঙ্গা বাধ মেরামতির কাজ শুরু হয়েছে । নিরাপদ জায়গায় মানুষ সরিয়ে নেবার কাজও শুরু হয়েছে । এছাড়া করোনা পরিস্থিতি মাথায় রেখে, হাসপাতালগুলিতে বিদ্যুৎ পরিষেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে । আবহাওয়াবিদরা মনে করছেন গতবছর সুপার সাইক্লোন আম্ফানের থেকেও বেশী দাপট দেখাতে পারে ইয়স ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…