দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ অব্যহত । প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখে লাখে মানুষ । গত ২৪ ঘণ্টায় ফের ২ লাখের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত । ফের দেশের বুকে লকডাউনের অন্ধকার নেমে আসতে পারে! এই আতঙ্কে অনেক পরিযায়ী শ্রমিক নিজের রাজ্যে ফিরতে শুরু করেছে । আগামী দিনে দেশে লকডাউন ঘোষণার সম্ভবনা কতখানি সেই বিষয়ে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন । মারা গেছে ১,৬১৯ জন । দিন যত এগুচ্ছে ততই করোনা লাগামহীন গতিতে বাড়ছে । চলতি বছরের জানুয়ারি থেকে করোনা টিকাকরনের কাজ শুরু হয়েছিল । কিন্তু আরও দ্রুত করোনার টিকার কাজ শুরু করতেই দেখা গেল ভ্যাক্সিনের ঘাটতি ! সরকারীভাবে বিদেশ থেকে ভ্যাক্সিন আমদানি করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা চলছে । তবে ল্যানসেট কোভিড-১৯ কমিশন ইন্ডিয়া টাস্কফোর্সের সমীক্ষায় দেখা গেছে, সংক্রমণের হার কয়েকগুন বেশি হলেও মৃত্যুর হার প্রথমবারের তুলনায় কম ।
এদিকে কৃষক আন্দোলন, নির্বাচনী প্রচার এবং সর্বশেষ কুম্ভমেলা আরও দ্রুত হারে করোনা সংক্রমণ ছড়াচ্ছে । রেলমন্ত্রক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে । সাধারন মানুষের মনে গত বছরের মত লকডাউনের সম্ভবনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে । এই অবস্থায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার লকডাউনের পথে যাচ্ছে না । তিনি দেশের শিল্পসংস্থাগুলির উদ্দেশ্যে জানিয়েছেন, ‘দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। তা সত্ত্বেও বলছি, বড় করে আর লকডাউন জারি করা হবে না। আমরা অর্থনীতিকে স্তব্ধ করতে চাই না। স্থানীয়ভাবে কনটেনমেন্ট জোনের মাধ্যমে করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করা হবে। দেশ আর বড়সড় লকডাউনের পথে হাঁটবে না।’
রাজ্যে ভোট উৎসব চলছে । করোনা পরিস্থিতি চিন্তা করে ইতিমধ্যে সিপিএম এবং জাতীয় কংগ্রেস নির্বাচনী প্রচার স্থগিত ঘোষণা করেছে । রাজ্যে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক সেকথা স্বীকার করে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রকও । ইতিমধ্যে সরকারী অফিসে ৫০ শতাংশ হাজিরা দিয়ে রোটেশনাল ভিত্তিতে কাজ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে । এখনও তিন দফা ভোট বাকি । সবার মনে তাই চিন্তা শেষ পর্যন্ত খেলা হবে, খেলা হবে করতে করতে করোনাই দেখা হল খেলা করে দিয়ে চলে গেল !