দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্য সরকার কোভিড সার্টিফিকেটে মোদীর জায়গায় মমতার ছবি দেওয়ার পাশাপাশি এবার আলাদা পোর্টাল তৈরি করার সিদ্ধান্ত নিল । কেন্দ্রীয় পোর্টাল কো-উইন (Co WIN) এর মতই যারা টিকা নিচ্ছেন, তাদের কাছে বার্তা পাঠানোর জন্য বেনভ্যাক্স নামে একটি পোর্টাল তৈরি করার পরিকল্পনা করা হয়েছে । এর মাধ্যমে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে, কবে দ্বিতীয় ডোজ নিতে হবে, কোথায় যেতে হবে, সব জানানো হবে ।
গোটা দেশে ভ্যাক্সিন প্রক্রিয়া শুরু হয় চলতি বছরের জানুয়ারি থেকে । তখন থেকেই ভ্যাক্সিনের গোটা প্রক্রিয়া ছিল কো উইন কেন্দ্রীক । কিন্তু সম্প্রতি, ঝাড়খণ্ড, ছত্রিশগড় এবং পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নেয়, এখন থেকে কোভিড শংসাপত্রে প্রধান মন্ত্রীর জায়গায় মুখ্যমন্ত্রীর ছবি এবং বার্তা দেওয়া থাকবে । রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই ঘোষণা করার পরেই জানা যাচ্ছে, সফ্টওয়্যার প্রস্তুতকারী একটি সংস্থাকে দিয়ে ‘বেনভ্যাক্স’ নামের ওই পোর্টাল তৈরি করানো হচ্ছে। সেখানে, কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে শংসাপত্র ।
আরও পড়ুনঃ এবার থেকে কোভিড সার্টিফিকেটে মোদীর জায়গায় মমতার ছবি থাকবে !
এদিকে কেন্দ্রীয় সরকারের কো উইন পোর্টালের অনুকরণে মমতা সরকার আলাদা পোর্টাল তৈরি করতে চলেছে, তেমনি টিকা নেবার জন্য স্লট বুকিং করার জন্য কলকাতা পুরসভার মতো ‘হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স’-এরও চিন্তা করছে স্বাস্থ্য দপ্তর । জানা যাচ্ছে, স্থানীয়ভাবে ঐ ‘হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স’ এর মাধ্যমে স্লট বুকিং করা যাবে । স্বাস্থ্য কর্তাদের দাবী, এই পন্থায়, টিকা কেন্দ্রে ভিড় এড়ানো সম্ভব ।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিকের মতে, ‘চূড়ান্ত প্রতিকূলতার মধ্যেও মুখ্যমন্ত্রী সকলকে টিকা দেওয়ার উপরে জোর দিয়েছেন । রাজ্যের সেই পদক্ষেপ তো প্রশংসনীয়। কেন্দ্রের সঙ্গে এ ব্যাপারে রাজ্যের কোনও রেষারেষি নেই।‘ সূত্রের খবর, বিপুল অর্থ খরচ করে রাজ্যসরকার টিকা কিনছে । এই টিকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা এই পদ্ধতিতে জানা যাবে । কো-উইন থেকে পাওয়া শংসাপত্রের মত এখানে নরেন্দ্র মোদীর ছবি কিম্বা বার্তা হিসাবে ‘দাওয়াই ভি অর কড়াই ভি।’ লেখা থাকবে না । ডানদিকে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং মুখ্যমন্ত্রীর বার্তা, ‘সজাগ থাকুন, নিরাপদে থাকুন।’
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…