দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ দেশে বিভিন্ন রাজ্য থেকে ভ্যাক্সিনের অপ্রতুলতা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে । অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্যাক্সিনের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে । এবার সেখানকার নাগরিকরা যাতে স্বতঃস্ফুতভাবে টিকা নিতে এগিয়ে আসে, তার জন্য অভিনব পন্থা নেওয়া হচ্ছে । করোনা ভ্যাক্সিন নিলেই বিনামুল্যে পাওয়া যাবে গাঁজা ! এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে ।
করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা হলেও কমের দিকে । কিন্তু ঝুঁকি থেকেই যাচ্ছে । ফলে টিকাকরনের কাজ কোনভাবেই বন্ধ করা যাবে না । কিন্তু টিকা নেবার জন্য মানুষ খুঁজতে হচ্ছে আমেরিকায় । এবার তাই সেখানকার নাগরিকদের আরও বেশী করে উৎসাহ দেবার জন্য ‘গাঁজা’ অফার করছে সরকার । সম্প্রতি ওয়াশিংটনে জানানো হয়েছে, এবার থেকে করোনা টিকা নিলেই মিলবে একেবারে ফ্রিতে গাঁজা । সেখানকার মেডিসিন শপগুলিতে এই নিয়ম ইতিমধ্যে চালু হয়েছে । এবার থেকে ভ্যাক্সিন নিলে একটি করে বিনামূল্যে গাঁজার প্যাকেট দেওয়া হবে ।
উল্লেখ্য, ওয়াশিংটনে গাঁজা বিক্রি বৈধ । ২০১২ সালে মারিজুয়ানা বিক্রিকে আইনতভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল । বর্তমানে সেখানে টিকাকরনের হার অনেক কমে গেছে । সরকারী হিসাব অনুযায়ী সেখানে এখনও পর্যন্ত ৫৪ শতাংশ মানুষ টিকা নিয়েছেন।এবার টিকাকরণে উৎসাহ বৃদ্ধি করতে নাগরিকদের বলা হয়েছে ২১ বছর বা তার বেশি বয়স হলে এই অফারটা পাবেন । জানা গেছে, এই অফারটা জুলাই মাসের ১২ তারিখ পর্যন্ত চলবে ।
শুধু ওয়াশিংটনেই নয়, মার্কিন মুলুকের একাধিক জায়গাতেই টিকাকরনের হার বাড়াতে বিভিন্ন পন্থা নেওয়া হচ্ছে । যেমন, ক্যালিফোর্নিয়াতে ভ্যাক্সিন নিলে লটারির মাধ্যমে নগদ টাকা কিংবা কলেজের স্কলারশিপ দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন দোকানে ভ্যাক্সিন নিলে বিনামূল্যে জিনিসও দেওয়া হচ্ছে বলে জানা গেছে । কোথাও খেলার টিকিট, বিমানের টিকিট এমনকি বিনামূল্যে বিয়ারও দিচ্ছেন কেউ কেউ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন আগামী ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিককে ভ্যাক্সিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে এই পরিসংখ্যান রয়েছে ৬৩.৭ শতাংশে।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…