দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ লকডাউনে অফিস কাছারি বন্ধ । এরই মধ্যে একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার পার্কস্ট্রীটে । এপিজে স্কুলের কাছে একটি বহুতল ভবনে আচমকা আগুন লাগে । ঘটনাস্থলে ১০ টি ইঞ্জিনসহ দমকল মন্ত্রী সুজিত বসু সেখানে উপস্থিত হয়েছেন । দমকল কর্মীরা পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রন করার জন্য ।
এপিজে স্কুলের কাছে ১৩, পার্ক স্ট্রিটের চারতলায় দুপুরে প্রথমে ধোঁয়া দেখা যায় । এরপরেই দাউদাউ করে জ্বলে ওঠে। জানা গেছে, সংবাদ পাবার পর সেখানে যায় দমকলের ১০ টি ইঞ্জিন। দমকলকর্মীরা যুদ্ধকালীন তত্পরতায় কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রনে আনতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা । দাউদাউ করে জ্বলতে থাকা এই আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে । ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ।
জানা গেছে, পার্কস্ট্রীটের যে বহুতলে আগুন লেগেছে সেখানে একটি শাড়ির গোডাউন রয়েছে । এছাড়া বেশ কিছু অফিস আছে । লকডাউনের কারনে সেগুলি বন্ধ । তবে আগুন লাগার সময় গোডাউনে কিছু লোক কাজ করছিলেন বলে খবর। তাদের দমকল কর্মীরা বাইরে বের করে নিয়ে আসে । এছাড়া লকডাউনের জন্য অফিস বন্ধ থাকায় অন্য কোনও লোক নেই। ফলেপ্রাণহানির মতো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এদিকে সেখানে কাপড়ের গোডাউন ছাড়াও অন্য বিভিন্ন পদার্থ সেখানে মজুত থাকতে পারে । ফলে আগুন নিয়ন্ত্রনে না আসা অবধি চিন্তা থেকেই যাচ্ছে । আপাতত দমকলের ১০ ইঞ্জিন দিয়ে আগুন নেভাবার কাজ করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রনে আনতে হাইড্রলিক ল্যাডার ব্যবহার করছেন দমকল কর্মীরা । দমকল মন্ত্রী সুজিত বসু নিজে সেখানে দাঁড়িয়ে তদারকি করছেন । তিনি জানিয়েছেন, “এই সময় রাজ্যের সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ। তাই ওই বহুতল অফিস বিল্ডিং হওয়া সত্ত্বেও বেশি সংখ্যায় মানুষজন ছিলেন না। যাঁরা ছিলেন, তাঁদের সবাইকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। কোথা থেকে আগুন লাগল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি ছিল কি না, সে বিষয়েও জানা যায়নি কিছু।সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই শুরু হবে তদন্ত।”