সোশ্যাল মিডিয়ায় ব্লক ! এত স্পর্ধা ! নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গেল প্রেমিকের মেয়ের মোবাইলে
সোশ্যাল মিডিয়ায় ব্লক ! এত স্পর্ধা ! নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গেল প্রেমিকের মেয়ের মোবাইলে

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ পৃথিবীতে কত কিছুই না ঘটে ! কিন্তু নিজেদের সেক্স ভিডিও যদি কোন প্রেমিকা তাঁর প্রেমিকের মোবাইলে পাঠায় ? হ্যা অবিশ্বাস্য হলেও এই ঘটনাটি ঘটিয়েছে ব্রিটেনের বছর ৫০ শের এক মহিলা । তাঁর প্রাক্তন প্রেমিক তাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করায় এতটাই রেগে গেছেন, নিজেদের সেক্স করার ভিডিও সরাসরি পাঠিয়ে দিয়েছেন বয়ফ্রেন্ডের মেয়ের মোবাইলে । এই ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ।

জানা গেছে বছর ৫০ শের হিলারি নামের এক মহিলার সাথে এক ব্যাক্তির সখ্যতা ছিল । কিন্তু আচমকা সেই ব্যাক্তি হিলারিকে তাঁর সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেন । এই ঘটনায় হিলারি রাখে অন্ধ হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন । তিনি ক্রোধের বশে, তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও প্রাক্তন প্রেমিকের মেয়ে ও বাবাকে পাঠিয়ে দেন । এছাড়া মেয়েকে ইনস্টাগ্রামে ট্যাগ করে তাঁর বাবার বেশ কিছু সেক্স ভিডিও শেয়ার করেন।

এখানেই থেমে থাকেননি হিলারি । এরপর তাদের সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেন । এরপর প্রেমিকের মেয়েকে ম্যাসেজ পাঠান, ‘এখন তোমার বাবার কীর্তি গোটা দুনিয়া দেখতে পাবে।’ যদিও ইউটিউব কর্তৃপক্ষ ভিডিওটি সেক্সচুয়াল হওয়ায় ডিলিট করে দেয় । ডেইলি মেলের রিপোর্ট থেকে জানা গেছে, হিলারি প্রেমিকের মেয়েকে আরও লেখেন, ‘আমার অফিসের অনেকে তোমার বাবার কাণ্ড দেখে হাসছে। তুমি নিজেই দেখতে পাচ্ছ তোমার বাবার মস্তিষ্কে সব সময় কী চলে। ও একজন নির্লজ্জ ব্যক্তি।’

এই ঘটনার পর প্রেমিকের বাবার মাথায় বাজ ভেঙ্গে পড়ে ! তাঁর একটাই চিন্তা শুরু হয়, তাঁর ছেলের ব্যাক্তিগত এ বছর ব্রিটেনে রিভেঞ্জ পর্নকে অপরাধমূলক ঘটনা হিসাবে ঘোষণা করা হয়। এর জন্য শাস্তির ঘোষণাও করা হয়। যেখানে বলা হয়েছে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সেক্স টেপ বা অন্তরঙ্গ ছবি ইন্টারনেটে ভাইরাল করলে ২ বছর পর্যন্ত জেল হতে পারে ।প্রিস্টন কোর্টের বিচারক সুজান গডার্ড হিলালির এই ঘটনাকে অত্যন্ত নিন্দ্যনীয় আখ্যা দেন।