বাংলার ক্ষমতায় বিজেপি না তৃণমূল ! কাকে চাইছে বাংলাদেশ
বাংলার ক্ষমতায় বিজেপি না তৃণমূল ! কাকে চাইছে বাংলাদেশ

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গত এক মাস ধরে রাজ্য তোলপাড় করে চলেছে আট দফা নির্বাচন । এবার যে দিনটির জন্য অধীর অপেক্ষা নিয়ে বসে আছে বাংলার মানুষ, সেটি ২ রা মে, রবিবার । রাজ্যের পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশও আগ্রহ রাখছে, রাখছে ওপার বাংলার ক্ষমতায় কারা আসছে ! বাংলাদেশের বেশ কিছু মানুষের সাথে কথা বলে এবার সেই প্রশ্নের উত্তর উঠে এল ।

বঙ্গ রাজনীতি নিয়ে দুই বাংলার আগ্রহ রয়েছে । এদিকে রাজ্যের প্রতিবেশি দেশে বেশিরভাগ মানুষ মুসলিম । সেখানে হিন্দুরা সংখ্যালঘু । অন্যদিকে পশ্চিমবাংলার ক্ষেত্রে ঠিক উল্টো । সেখানকার সাধারণ মানুষ কট্টর হিন্দুপন্থী নরেন্দ্র মোদীকে পছন্দ করছেন না । তাদের পছন্দের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় । তাদের বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে সেটি বাংলাদেশের জন্য ভালো হবে না ।

মমতা ক্ষমতায় আসলে তারা খুশি হচ্ছেন । কিন্তু প্রশ্ন একটাই, এতদিন ধরে বাংলাদেশ তিস্তার জল পাচ্ছে না, মমতা রাজি নন বলেই । এবিষয়ে, তাদের অধিকাংশ বক্তব্য, তিস্তা জলবণ্টন একটা রাজনীতি ইস্যু । বিজেপি ক্ষমতায় এলে যে তিস্তার জল বাংলাদেশ পাবে, সে বিষয়ে নিশ্চয়তা নেই । তাদের ধারনা, বিজেপির মত একটা সাম্প্রদায়িক দল পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে মুসলিম সম্প্রদায়ের উপর একটা চাপ আসবেই ।

এদিকে, বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় আছে শেখ হাসিনার আওয়ামীলীগ দল । সেই দলের নেতারা সরাসরি কে ক্ষমতায় এলে বাংলাদেশের সুবিধা হয়, তার উত্তর দেননি । তবে বেশিরভাগ শীর্ষস্থানীয় নেতৃত্ব বিজেপির দিকেই ঝুঁকেছেন । তাদের মতে, বাংলাদেশের আওয়ামীলীগ সরকারের একটা স্বপ্ন ‘তিস্তা চুক্তি বাস্তবায়ন’ । সেটা অনেক চেষ্টা করেও মমতার জেদের কাছে হার মেনেছে বারবার । কিন্তু সেই তুলনায় মোদীর সরকার অনেক নমনীয় । তার আমলে বিদেশের সাথে ভারতের অনেক বেশী সুসম্পর্ক গড়ে উঠেছে ।

ঠিক এই কারনেই বাংলাদেশের সরকারী আমলা বা শীর্ষ নেতারা চাইছেন নরেন্দ্র মোদীর সরকার আমাদের প্রতিবেশি রাজ্যে ক্ষমতায় আসুক । কারন বিজেপি এলেই বাংলাদেশের সাথে পশ্চিমবাংলা কিম্বা ভারতের সম্পর্ক আরও ভালো হবে । তবে সংবাদ সংস্থা India Todaএর বাংলাদেশ শাখায় কর্মরত সাংবাদিক শাহিদুল হাসান খোকন বলেন, “ভারতের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। তারা আমাদের মহান মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন। তাদের এ অবদান কখনোই ভোলার নয়। পশ্চিমবঙ্গে এবার ক্ষমতায় তৃণমূল বা বিজেপি যে দলই সরকার গঠন করুক না কেন, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আগের মতোই থাকবে। বাংলাদেশের পাশের রাজ্য পশ্চিমবঙ্গ। তাদের সংস্কৃতির সঙ্গে আমাদের অনেক মিল রয়েছে। দেনাপাওনার সম্পর্কটাও গভীরের। আমরা আশা করবো, এবার যারাই আসুক আমাদের বন্ধুত্বকে অটুট রাখবে।”

তবে কে কি চাইছে, কিম্বা কাদের আশা পূর্ণ হচ্ছে, তার জন্য অপেক্ষা করতে হচ্ছে রবিবার পর্যন্ত । কিন্তু এই কথা সত্যি, বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশ এখনও সাম্প্রদায়িকতার অন্ধকারে থেকে বিচার করেন । পুরানো ধ্যান ধারনা থেকে বেরিয়ে আসতে চান না তারা । ফলে বিজেপিকে ক্ষমতায় দেখতে চাওয়া তাদের কাছে বেশ যন্ত্রণাদায়ক ! তবে প্রত্যেকের একটাই কথা, ‘এবার তৃণমূল বা বিজেপি যারাই ক্ষমতায় আসুক, অমিমাংসিত চুক্তিগুলো বাস্তবায়ন হোক, তাদের হাত ধরে।”