বার্ডফ্লু আতঙ্ক! বন্ধ হচ্ছে মুরগীর মাংস-ডিম!
বার্ডফ্লু আতঙ্ক! বন্ধ হচ্ছে মুরগীর মাংস-ডিম!

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ দীর্ঘ লকডাউনের পর সবে কিছু দিন হল, মানুষ কর্ম জগতে ফিরেছে । এদিকে আতঙ্কের প্রহর গোনা মানুষের কাছে পৌছাতে চলেছে করোনা ভ্যাকসিন । ঠিক এই স্বস্তির মুহূর্তে নতুন বছর পড়তে না পড়তেই শুরু হল বার্ডফ্লু আতঙ্ক । বার্ডফ্লু সংক্রমণ থামাতে রাজধানী দিল্লীতে বেশ কয়েকটি এলাকায় মুরগীর মাংস-ডিম বিক্রি বন্ধ করার কথা ঘোষণা হয়েছে । পাশাপাশি হোটেলেও মাংস-ডিম বন্ধ করার ঘোষণা জারি করা হয়েছে ।

করোনা আতঙ্কের দগদগে স্মৃতি এখনও সাধারন মানুষের মধ্যে বিরাজমান । এই অবস্থায় নয়া আতঙ্ক নিয়ে এসে গেল বার্ডফ্লু । দেশের একের পর এক রাজ্য থেকে বার্ডফ্লু সংক্রমণের খবর আসতে শুরু করেছে । পোলট্রি ফার্মগুলি ফের আবার বিপর্যয়ের মুখে পড়তে চলেছে । অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের মত রাজধানী দিল্লীতেও ছড়িয়ে পড়ছে বার্ডফ্লু সংক্রমণ ।

বার্ডফ্লু সংক্রমণ প্রতিহত করতে ইতিমধ্যে দিল্লি প্রশাসন পদক্ষেপ নিতে শুরু করেছে । রাজধানীর বেশ কিছু এলাকায় মুরগী এবং পাখিদের মধ্যে বার্ডফ্লু সংক্রমণের লক্ষন দেখা যাচ্ছে । প্রশাসন থেকে উত্তর এবং দক্ষিণ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় নির্দেশিকা জারি করে বলা হয়েছে, সেখানকার সমস্ত পোলট্রি মাংস ও মাংসজাত সব ধরনের দ্রব্য বিক্রি বন্ধ রাখতে হবে। হোটেলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন কোনও মুরগীর ডিম ও মাংস সংক্রান্ত খাবার বিক্রি না করে।

নতুন করে নতুন করে কোন নির্দেশিকা জারি না করা পর্যন্ত মুরগীর মাংস বা মাংস সংক্রান্ত কোনও পণ্য বিক্রি করা যাবে না। সব রেস্তরাঁকেও মাংস ও ডিম সংক্রান্ত খাবার নিষিদ্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে যদি কেউ এই নির্দেশিকা অমান্য করে তাহলে তার লাইসেন্স বাতিল ঘোষণা করা হতে পারে ।

বার্ডফ্লু সংক্রমণের কারনে রাজধানী দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগামী ১০ দিনের জন্য দিল্লির গাজীপুর পোলট্রি ফার্ম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন । গত কয়েকদিন ধরে কাকের মৃত্যু হওয়ায় যে কোন প্রকার পাখি আমদানি করার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।