দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বিপুল আসন সংখ্যা নিয়ে তৃতীয়বারের মত রাজ্যের ক্ষমতায় ফের তৃণমূল কংগ্রেস । ২০০র বেশী আসন নিয়ে জেতার স্বপ্ন দেখলেও গেরুয়া শিবিরকে থেমে যেতে হয়েছে মাত্র ৭৭ টি আসন নিয়ে । এরই মধ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে একহাত নিতে চাইছে তৃণমূল । ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বারমুডা’ পরার উপদেশ দেওয়ায় এবার তার বিরুদ্ধে পুরুলিয়ার মানবাজারে এফআইআর দায়ের করল তৃণমূল ।
এবারের নির্বাচনী প্রচারে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা মন্তব্য করার সময় একাধিকবার শালীনতার মাত্রা ছাড়িয়ে গেছেন । এমন কি দেশের প্রধানমন্ত্রীও মুখ্যমন্ত্রীকে ট্রোল করেছেন ! কিন্তু বিজেপি রাজ্যসভাপতি একজন মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে মন্তব্য করেছিলেন সেটি শাসক দল ভুলতে পারেনি । এমন কি এই ‘বারমুডা’ নিয়ে নিন্দার ঝড় বয়ে গেলেও তিনি তার বক্তব্য থেকে সরেন নি । স্বাভাবিকভাবেই তাই এবার ক্ষমতায় এসেই সেই ‘বারমুডা’ প্রসঙ্গ উঠে এল । দিলীপের বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করার বিরুদ্ধে মানবাজার দুই ব্লকের তৃণমূল সভাপতি সুজিত কুমার মাহাতো পুরুলিয়ার বোরো থানায় অভিযোগ জানালেন ।
গত ২৩ মার্চ বান্দোয়ান বিধানসভার বোরো হাটতলা ময়দানে বিজেপির বিশাল জনসভা ছিল । সেখানে নিজের বক্তব্য রাখতে দিয়ে বিজেপি রাজ্যসভাপতি মমতার বিরুদ্ধে এই কুরুচিকর মন্তব্য করে ফেলেন । প্রকাশ্য জনসভায় সেদিন তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, ”প্লাস্টার কাটা হয়ে গেল। ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে। আর পা তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা আর একটা খোলা। এই রকম করে শাড়ি পরতে আমি কাউকে কখনও দেখিনি। যদি পা-টা বার করেই রাখবেন, তবে শাড়ি কেন, বারমুডা পরতে পারেন। তা হলে পা পরিষ্কার দেখা যায়।”
এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মহাতারকা মিঠুন চক্রবর্তী । তাৎপর্যপূর্ণভাবে সেই একই বৃহস্পতিবার রাজনৈতিক প্রচারের সময় হিংসায় উস্কানি দেবার অভিযোগ জানানো হল মিঠুন চক্রবর্তী এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে । মানিকতলা থানায় তাদের দুইজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে । একদিকে মানবাজারে অন্যদিকে মানিকতলায়, এই জোড়া মামলায় বিপাকে পড়তে চলেছেন দিলীপ ঘোষ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…