রাজ্যের প্রশাসনিক স্তরে বড় রদবদল ! একদিনে ৫৫ জন IPS অফিসারকে বদলির ঘোষণা
রাজ্যের প্রশাসনিক স্তরে বড় রদবদল ! একদিনে ৫৫ জন IPS অফিসারকে বদলির ঘোষণা

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গত কয়েকদিন ধরে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চলছে । অবশেষে মুখ্যসচিব পদ থেকে সোমবার অবসর নিলেন তিনি । তাঁর জায়গায় রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী । এর আগে ইনি রাজ্যের স্বরাষ্ট্রসচিবের পদের দায়িত্ব পালন করতেন । এদিকে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের পর কিছু সময়ের মধ্যে ৫৫ টি IPS অফিসারের রদবদল ঘোষণা করা হয়েছে নবান্ন থেকে ।

সবার নবান্ন থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে একই দিনে ৫৫ টি গুরুত্বপূর্ণ পদের পরিবর্তন আনা হল । স্বরাষ্ট্র সচিবের পদে আনা হয়েছে বিপি গোপালিকাকে । নতুন করে যে ৫৫ টি পদের রদবদল হয়েছে, তাদের মধ্যে ৫২জন IPS অফিসার এবং বাকী ৩ জন রাজ্য পুলিশের । মেদিনীপুর থেকে ডিআইজি কুণাল আগরওয়ালকে পাঠানো হল কম্পালসারি ওয়েটিং-এ। কলকাতার নতুন জয়েন্ট সিপি (এসটিএফ) হিসাবে  ভি সলোমন নেশাকুমারকে নিযুক্ত করা হয়েছে ।

এদিকে মালদহের ডিআইজি প্রবীণ কুমার ত্রিপাঠিকে করা হয়েছে । একই পদে (ডিআইজি) বারাসাতে প্রসূন বন্দ্যোপাধ্যায়,  রাজ্য পুলিশের এসটিএফ-এর ডিআইজি পদে দীপনারায়ণ গোস্বামী, মেদিনীপুরে শ্যাম সিংকে আনা হয়েছে । এদিকে রাজ্যে দুর্নীতি দমন শাখার এসপি কোটেশ্বর রাও, বাকুড়ায় এসপি ধৃতিমান সরকারকে করা হয়েছে ।

এদিকে তৃতীয়বারের মত ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন এবং পুলিশের উচ্চআধিকারিক পদে কিছু বদল করেছিলেন। উত্তরবঙ্গের আইজিপি পদে থাকা বিশাল গর্গকে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার পদে এবং দেবেন্দ্র প্রকাশ সিংকে উত্তরবঙ্গের আইজিপি পদে বসানো হয়েছে। এছাড়া, শিলিগুড়ির যুগ্ম পুলিশ কমিশনার সব্যসাচী রমন মিশ্রকে ডিআইজি-সিআইএফ পদে আনা হয়েছে । বীরভূমের এসডিপিও শ্রীমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়-কে সরিয়ে দুর্গাপুরের এসিপি করা হয়েছে । তাঁর জায়গায় আনা হয়েছে অভিষেক রায়কে।