দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্কনীতির প্রতিবাদে দুই দিন ব্যাঙ্ক ধর্মঘট ঘোষণা করা হয়েছে । দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট মার্চ মাসের ১৫ এবং ১৬ তারিখ ঘোষণা করা হলেও দেখা যাচ্ছে প্রকৃত পক্ষে ব্যাঙ্ক পরিষেবা আরও দুই দিন আগে থেকে বন্ধ থাকবে ।
কেন্দ্রীয় সরকার একের পর এক ব্যাঙ্ক নীতিতে বদল আনছেন । সম্প্রতি, কেন্দ্রীয় সরকারের ঘোষিত নয়া নীতিতে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ফের বেসরকারিকরণের পথে । আর এই বেসরকারিকরণ ঠেকাতে আগামী মার্চ মাসে ধর্মঘট ডেকেছে ৯ টি কর্মী সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। তাদের ডাকা দেশ জুড়ে দুই দিনের ধর্মঘটের প্রভাব পড়ছে আদতে ৪ দিনের।
যে দুই দিন ব্যাঙ্ক ধর্মঘটের জন্য নির্বাচন করা হয়েছে সেটি ১৫ এবং ১৬ মার্চ । কিন্তু দেখা যাচ্ছে উক্ত দুইদিন সোমবার এবং মঙ্গলবার । এদিকে ব্যাঙ্কিং পরিষেবার নিয়ম অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় শনিবার ব্যাঙ্ক ছুটি থাকবে এবং রবিবার স্বাভাবিক ছুটি । ১৩ মার্চ শনিবার দ্বিতীয় শনিবার থাকায় এমনিতেই ব্যাঙ্ক বন্ধ । অন্যদিকে রবিবার ব্যাঙ্ক খোলার প্রশ্নই নেই । ফলে গ্রাহকদের ভুগতে হচ্ছে টানা ৪ টে দিন!
কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দুটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে বেসরকারিকরণ করার প্রতিবাদে হায়দ্রাবাদে অনুষ্ঠিত ব্যাঙ্ক কর্মী সংগঠনের যৌথ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের বৈঠক হয় । উক্ত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় মার্চ মাসের ১৫ এবং ১৬ তারিখ দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট পালন করা হবে ।
এদিকে মার্চ মাসে টানা চারদিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকলে গ্রাহকদের ভোগান্তি চরম সীমায় পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে । অন্য দিকে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন মার্চে দুদিন ধর্মঘট ছাড়াও তাদের আন্দোলনের পরিসর আরও বড় করার চিন্তা ভাবনা করছে । পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে এলআইসি-র বিলগ্নিকরণ, বিমা ক্ষেত্রে ৭৪ শতাংশ এফডিআই-এর সিদ্ধান্তেরও তীব্র প্রতিবাদ করছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। ব্যাঙ্কের কর্মী সংগঠন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে এই যুদ্ধে ভোগান্তি বাড়বে সেই সাধারন মানুষের এ কথা বলার অপেক্ষা রাখে না ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…