ব্যাঙ্কিং সঙ্কট ! মার্চে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা
ব্যাঙ্কিং সঙ্কট ! মার্চে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্কনীতির প্রতিবাদে দুই দিন ব্যাঙ্ক ধর্মঘট ঘোষণা করা হয়েছে । দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট মার্চ মাসের ১৫ এবং ১৬ তারিখ ঘোষণা করা হলেও দেখা যাচ্ছে প্রকৃত পক্ষে ব্যাঙ্ক পরিষেবা আরও দুই দিন আগে থেকে বন্ধ থাকবে ।

কেন্দ্রীয় সরকার একের পর এক ব্যাঙ্ক নীতিতে বদল আনছেন । সম্প্রতি, কেন্দ্রীয় সরকারের ঘোষিত নয়া নীতিতে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ফের বেসরকারিকরণের পথে । আর এই বেসরকারিকরণ ঠেকাতে আগামী মার্চ মাসে ধর্মঘট ডেকেছে ৯ টি কর্মী সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। তাদের ডাকা দেশ জুড়ে দুই দিনের ধর্মঘটের প্রভাব পড়ছে আদতে ৪ দিনের।

যে দুই দিন ব্যাঙ্ক ধর্মঘটের জন্য নির্বাচন করা হয়েছে সেটি ১৫ এবং ১৬ মার্চ । কিন্তু দেখা যাচ্ছে উক্ত দুইদিন সোমবার এবং মঙ্গলবার । এদিকে ব্যাঙ্কিং পরিষেবার নিয়ম অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় শনিবার ব্যাঙ্ক ছুটি থাকবে এবং রবিবার স্বাভাবিক ছুটি । ১৩ মার্চ শনিবার দ্বিতীয় শনিবার থাকায় এমনিতেই ব্যাঙ্ক বন্ধ । অন্যদিকে রবিবার ব্যাঙ্ক খোলার প্রশ্নই নেই । ফলে গ্রাহকদের ভুগতে হচ্ছে টানা ৪ টে দিন!

কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দুটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে বেসরকারিকরণ করার প্রতিবাদে হায়দ্রাবাদে অনুষ্ঠিত ব্যাঙ্ক কর্মী সংগঠনের যৌথ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের বৈঠক হয় । উক্ত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় মার্চ মাসের ১৫ এবং ১৬ তারিখ দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট পালন করা হবে ।

এদিকে মার্চ মাসে টানা চারদিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকলে গ্রাহকদের ভোগান্তি চরম সীমায় পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে । অন্য দিকে  ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন মার্চে দুদিন ধর্মঘট ছাড়াও তাদের আন্দোলনের পরিসর আরও বড় করার চিন্তা ভাবনা করছে । পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে এলআইসি-র বিলগ্নিকরণ, বিমা ক্ষেত্রে ৭৪ শতাংশ এফডিআই-এর সিদ্ধান্তেরও তীব্র প্রতিবাদ করছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। ব্যাঙ্কের কর্মী সংগঠন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে এই যুদ্ধে ভোগান্তি বাড়বে সেই সাধারন মানুষের এ কথা বলার অপেক্ষা রাখে না ।