করোনা মোকাবিলায় ভারতের পাশে বাংলাদেশ । শেখ হাসিনা পাঠালেন দরকারি ঔষধ
করোনা মোকাবিলায় ভারতের পাশে বাংলাদেশ । শেখ হাসিনা পাঠালেন দরকারি ঔষধ

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের ভারতের প্রতিবেশি বাংলাদেশ করোনা পরিস্থিতিতে কাছাকাছি এল । করোনা পরিস্থিতিতে ভারতের দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিল শেখ হাসিনা সরকার । এবার বাংলাদেশ থেকে কোভিড মোকাবিলায় সেদেশ থেকে এল প্রয়োজনীয় ঔষধ এবং স্যানিতটইজার ।

দ্বিতীয়বারের মত বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় ভারতের পাশে । কলকাতায় বাংলাদেশের বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার পেট্রাপোলে এই সাহায্য তুলে দেন ভারতীয় রেড ক্রস সোসাইটির হাতে। বাংলাদেশ বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ভারতকে এই সাহায্য পাঠানো হয়েছে । এদিন বাংলাদেশের তরফ থেকে ২,৬৭২ বাক্সে প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ইনজেকশন সহ ১৮ রকম ওষুধ এবং স্যানিটাইজার পাঠানো হয়েছে । করোনা মোকাবিলায় এর আগেও শেখ হাসিনা ১০ হাজার ভায়াল রেমডিসিভির ইনজেকশন পাঠিয়েছিলেন ।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ সুনামির মত আছড়ে পড়েছে । মে মাসের শুরুর দিকে দৈনিক সংক্রমণ চার লাখের গণ্ডি ছাড়িয়ে যায় । জরুরী অক্সিজেন থেকে শুরু করে ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, হাসপাতালের বেড- সবকিছুতেই ঘাটতি পড়ে। এই অবস্থায় প্রতিবেশি দেশের করোনা আক্রান্তদের জন্য এই ভাবে সহমর্মিতার বার্তা দিলেন দেন প্রধানমন্ত্রী হাসিনা। দেশের এই দুর্দিনে, ১৬ বছরের নীতি ভেঙ্গে এই ভালবাসার উপহার গ্রহণ করেছেন ‘মোদী সরকার’ । উল্লেখ্য, ২০০৪ সালে জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী মনমোহন সিং বিদেশ থেকে সাহায্য নেওয়া বন্ধ করে।

এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, ভারতের পাশে বন্ধুত্বের হাত বাড়িয়েছে আরও অনেক দেশ । করোনার প্রথম ঢেউয়ে যখন আমেরিকাসহ অনেক তাবড় তাবড় দেশের শোচনীয় অবস্থা, সেই সময় নরেন্দ্র মোদী তাদের পাশে দাঁড়াতে কসুর করেনি । এদিকে দেশে দৈনিক সংক্রমণ গত এক সপ্তাহ ধরে হ্রাস পেলেও বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা । রাজ্যে ভোট পরবর্তী পর্যায়ে হু হু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ । সবচেয়ে নাজুক অবস্থা উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় ।