দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে । প্রতিদিন ফের নতুন করে সংক্রমণের রেকর্ড তৈরি হচ্ছে । যেভাবে করোনার প্রকোপ ফের ঊর্ধ্বমুখী তাতে আতঙ্ক ছড়িয়ে পড়তে সময় নিচ্ছে না । এই অবস্থায় ইন্ডিয়ান রেলের পক্ষ থেকে একের পর এক ট্রেন বাতিল করা হচ্ছে ।
মার্চ মাস থেকেই করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী । মহারাষ্ট্র, দিল্লী, গুজরাত, পাঞ্জাব, মধ্যপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যের অবস্থা বেশ সঙ্গিন । করোনার জেরে ভারতীয় রেলের পক্ষ থেকে রাজধানী দিল্লীগামী তেজস এক্সপ্রেস বাতিল ঘোষণা করা হয়েছে । রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে তেজস এক্সপ্রেস চলতি মাসের ৯ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে ।
আশঙ্কা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে আরও বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হবে । আপাতত তেজস এক্সপ্রেস প্রতি সপ্তাহে চার দিন চালু ছিল । করোনার দ্বিতীয় ঢেউ এর প্রভাব আগামী ৪ সপ্তাহের মধ্যে বেশ ভাল ভাবেই অনুভূত হবে এ কথা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগামী চার সপ্তাহ দেশের প্রত্যেককে সাবধানে থাকতে হবে ।
এই মুহূর্তে দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে । এই অবস্থায় কোনভাবেই করোনা বিধি মেনে ভোট প্রচার করা সম্ভব হচ্ছে না । রাজ্যেও করোনা পরিস্থিতি দিন কে দিন আরও খারাপের দিকে যাচ্ছে । গণপরিবহন কিম্বা সামাজিক অনুষ্ঠান কোন জায়গাতেই করোনা বিধি বা সামাজিক দূরত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে না । বিশেষজ্ঞরা ধারনা করছেন, করোনার দ্বিতীয় আক্রমণে এভাবে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার পিছনে মুলত এইগুলিই প্রধান কারন ।