দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের নিজেকে বিতর্কে জড়িয়ে ফেললেন সঙ্গীত শিল্পী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় । বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন তিনি । উত্তেজিত বাবুল সুপ্রিয় এক বিজেপি কর্মীকেই চড় বসিয়ে দেন । এভাবে প্রকাশ্যে চড় মারায় নিজের দলীয় কর্মীদের সামনেই অপ্রস্তুত হয়ে পড়েন তিনি ।
গোটা রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন । ২৮ মার্চ, প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শেষ । ৮০ শতাংশের বেশি ভোট পড়ায় একদিকে শাসকদল তৃণমূলের চিন্তা বেড়েছে । অন্যদিকে প্রধান বিরোধী গেরুয়া শিবিরে নিয়ে এসেছে স্বস্তির পরশ । প্রথম দফা নির্বাচনে হিংসাত্মক ঘটনা বন্ধ করা যায়নি । উত্তেজনায় সবাই ফুটছে টগবগ করে । এই অবস্থায় নিজের নির্বাচনী কেন্দ্র টালিগঞ্জে প্রচারে গিয়ে মেজাজ হারিয়ে এক বিজেপি কর্মীকে সোজা চড় মেরে বসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
রবিবার ছিল দোল উৎসব । অনেক রাজনৈতিক নেতা, তারকাকে দেখা গেছে রাস্তায় বেরিয়ে আবির খেলতে । এদিন দোল উপলক্ষ্যে টালিগঞ্জের রানিকুঠিতে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেন এলাকার বিজেপি কর্মীরা। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সপরিবারে বাবুল সুপ্রিয় । অনুষ্ঠানের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন । এই সময় আচমকা ঠিক তার পেছেন থেকে একজন বিজেপি কর্মী উত্তেজিতভাবে বলেন, ‘এখানে ছবি তুলে কিছু হবে না, কাজ করতে হবে, লড়তে হবে।’
নিজের দলীয় কর্মীর এহেন আচরণে রেগে যান বাবুল সুপ্রিয় । নিজের মেজাজ হারিয়ে সাংবাদিকদের সামনেই সেই যুবককে বিজেপি কার্যালয়ের ভিতরে নিয়ে যান তিনি । তারপর উত্তেজিত হয়ে সপাটে চড় বসিয়ে দেন তিনি । তার এই আচরণে অনেকেই অবাক হয়ে যান । যদিও সাংবাদিকদের সামনে বাবুল সুপ্রিয় জানান, ‘এটা তাঁর দলের কোনও কর্মী নয়। অশান্তি পাকানোর জন্য তৃণমূল কিছু বহিরাগত লোককে সেখানে পাঠিয়েছিল।’
ভোটের মধ্যে একজন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে দলীয় কর্মীকে চড় মারার ঘটনা ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস । তাদের দাবী, বাবুল সাংবাদিকদের সামনে যে কথা বলেছেন সেটা ঠিক নয় । এই ঘটনা বিজেপির অন্দরের কোন্দল থেকেই ঘটেছে । তৃণমূল থেকে কাউকে পাঠানো হয়নি । তাই তৃণমূলকে দোষ দিয়ে লাভ নেই।