আজ দিনের শেষে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভবনা প্রবল- আলিপুর আবহাওয়া দপ্তর
আজ দিনের শেষে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভবনা প্রবল- আলিপুর আবহাওয়া দপ্তর

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গতকালই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল ৮,৯,১০ তারিখ কলকাতাসহ বেশ কিছু জেলায় ঝড়ো হাওয়ায় পাশাপাশি বৃষ্টিপাতের পূর্বাভাষ । বৃহস্পতিবার কলকাতাবাসী কিছুটা মেঘলা আকাশ নিয়ে দিনের শুরু করলেও বেলা বাড়ার পাশাপাশি বাড়ছে রোদের তেজ । পাশাপাশি আর্দ্রতা জনিত অস্বস্তি তো আছেই । হাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা থেকেই পরিবর্তন হবে আবহাওয়া । দেখা দেবে বৃষ্টির সম্ভবনা ।

দোলের আগে থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে । কয়েকদিন আগে কালবৈশাখীর দমকা হাওয়া কিছুটা হলেও স্বস্তি জুগিয়েছিল । কিন্তু দিন পার হতেই আবার ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে শুরু করেছে । একদিকে আবহাওয়ার গরম অন্যদিকে রাজনৈতিক প্রচারের উত্তাপ – হাঁসফাঁস অবস্থা অনেকের । এই অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ খুশির বার্তা নিয়ে এল ।

হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে । এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী তিন দিন রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে । কলকাতাসহ দক্ষিন বঙ্গের জেলাগুলি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হবার সম্ভবনা । পাশাপাশি থাকবে ঝড়ো হাওয়া ।

বৃহস্পতিবার সকালের আকাশে মেঘ দেখে অনেকেই খুশি হয়েছিলেন । কিন্তু একটু বেলা হতেই মেঘ উধাও । আলিপুর থেকে জানানো হয়েছে, মন খারাপের কিছু নেই । দিনের শেষে পরিস্থিতি বদলাবে । সন্ধ্যার পরেই আসছে বৃষ্টি । আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস ।  আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৮ শতাংশ থাকায় সারাদিন ভ্যাপসা গরম থেকে রেহাই মিলবে না ।