দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ১৮ বছরের উপরে যাদের বয়স তাদের সবাইকে ভ্যাক্সিন দেওয়া হবে । গত ১ মে থেকে এই টিকাকরনের কাজ শুরু হবার কথা ছিল । কিন্তু যোগানের অভাবে বিভিন্ন রাজ্যে সেই কাজ শুরুই করা যায়নি । তবে আশা করা হচ্ছে আগামী কিছু দিনের মধ্যেই টিকাকরনের কাজ শুরু হবে । তবে এক্ষেত্রে রাজ্যে একটা সমস্যা তৈরি হবার আশঙ্কা করা হচ্ছে ।
আজ রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিচ্ছেন । আশা করা হচ্ছে, রাজ্যে টিকা দেবার কাজ খুব দ্রুত শুরু হবে। কিন্তু আশঙ্কা একটাই, এই পরিস্থিতিতে বিশাল আকারে রক্তসঙ্কট দেখা দিতে পারে । কেননা, ব্লাডব্যাঙ্ক সুত্রের খবর, করোনার টিকা নিলে দীর্ঘদিন কোনভাবে রক্ত দান করা যাবে না । এদিকে গরমের সময় রক্তের চাহিদা বাড়ে । অথচ করোনার মধ্যে উল্লেখযোগ্যভাবে রক্তদান শিবিরের মত অনুষ্ঠান বেশী হচ্ছে না । ফলে ব্লাড ব্যাঙ্কগুলিতেও রক্তের ঘাটতি আছে ।
বিশেষজ্ঞদের মতে, ১৮ বছর থেকে ৬০ বছর বয়সী যে কোন সুস্থ মানুষ তিন মাস অন্তর রক্ত দান করতে পারেন । সেক্ষেত্রে কিছু শর্ত অবশ্য থাকে । রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলি জানিয়েছে, কোভিড ১৯র দ্বিতীয় ডোজ নেবার পরে রক্ত দিতে হলে তাকে অন্তত ২৮ দিন বা চার সপ্তাহ অপেক্ষা করতে হবে । ফলে একদিকে আগামী তিন মাস রক্তদাতারা রক্ত দিতে পারবেন না । অন্যদিকে করোনা পরিস্থিতিতে সমস্ত নিয়ম মেনে রক্ত দানের মত শিবির করাও বেশ চাপের বিষয় হয়ে দাঁড়াবে ।
অন্যান্য সময় বছরের প্রায় সব সময় উৎসাহী রক্তদাতারা রক্ত দান করেন । এই ডোনারদের বেশিরভাগ ১৮ থেকে ৪০-৫০ বছর বয়সী হয় । তৃতীয় পর্যায়ে এই শ্রেনির মানুষকে ভ্যাক্সিন দেবার কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে । ফলে আগামিদিনে রক্ত সংকটের প্রশ্ন এসেই যাচ্ছে । তবে আশার কথা, এই রক্ত সংকটের কথা মাথায় রেখে বেশ কিছু সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করেছেন । ভ্যাক্সিন নেবার আগে, রক্ত সংগ্রহ করতে পারলে পরবর্তী কালে এই সমস্যা অনেকটাই কমে আসবে।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…