বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা ফ্রেব্রুয়ারিতে- এপ্রিলেই শেষ
বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা ফ্রেব্রুয়ারিতে- এপ্রিলেই শেষ

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আগামী মানেই ঘোষণা হতে পারে রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষন, ভোট প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হবে এপ্রিলেই ! ভোটের আগে রাজ্যে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন এসে এমনটাই ইঙ্গিত দিলেন ।

করোনা সংক্রমণের আশংকাকে দূরে সরিয়ে রেখে সরাসরি ময়দানে নেমেছে রাজ্যের সবকয়টি রাজনৈতিক দল । একদিকে রাজ্যের শাসক দল তৃনমূল নিজেদের মাটি ধরে রাখতে মরিয়া, অন্যদিকে বাঘ যেমন রক্তের গন্ধ পেলে ঝাঁপিয়ে পড়ে, প্রধান বিরোধী দল রাজ্য বিজেপি তেমনই টগবগ করে ফুটছে । অন্যদিকে কংগ্রেস-সিপিএম জোট ঘোলা জলে মাছ ধরতে চাইছে । এই অবস্থায় কবে ভোট প্রক্রিয়া শুরু হবে তাই নিয়ে সাধারন মানুষের মধ্যে আগ্রহ ক্রমশ বাড়ছে ।

রাজ্য সফরে এসে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন সুষ্ঠভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রশাসনিক কর্তাদের প্রস্তুত থাকার কথা জানিয়েছেন । বাংলায় রাজনীতি অন্যান্য রাজ্যের থেকে কিছুটা ভিন্ন । চেষ্টা করেও শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা অসম্ভব হয়ে পড়ে । ডেপুটি নির্বাচন কমিশনার আভাস দিয়েছেন, আগামী মাসেই নির্বাচন নির্ঘণ্ট জানানো হতে পারে । সেই মতাবেক চলতি মাসের শেষের দিকেই রাজ্যে আসবে কমিশনের ফুল বেঞ্চ।

গতকাল রাজ্যে এসে ডেপুটি নির্বাচন কমিশনার প্রথমে সমস্ত জেলার পুলিশ সুপার ও কমিশনারেট কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন । তারপরে রাজ্যের জেলশাসকদের নিয়ে বৈঠক করেন । ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কথা মাথায় রেখে, পশ্চিমবঙ্গ-সহ কেরল, অসম, তামিলনাড়ু ও পুদুচেরির নির্বাচন প্রক্রিয়া এপ্রিলের শেষ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে চায় কমিশন।

কানাঘুসোতে শুনতে পাওয়া যাচ্ছে গতবারের মত এই বারেও সাত দফায় বিধানসভা ইতিমধ্যে, রাজ্যের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার কাজ শুরু করেছে কমিশন। চি চিহ্নিতকরনের কাজ শেষ হবার পর বিধানসভা নির্বাচনের জন্য কেমন এবং কত বাহিনীর প্রয়োজন হবে তা নিশ্চিত করবে কমিশন। করোনা ভ্যাকসিন সবে দেওয়া শুরু হচ্ছে, এই কারনে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যে বিধানসভা নির্বাচনে বিহার মডেলকে অনুকরণ করা হতে পারে বলে ধারনা ।