'যতদিন বাঁচব, দিদিকে শ্রদ্ধা করব' - ভোট পর্ব মিটতেই কি ভোল বদলাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়!
'যতদিন বাঁচব, দিদিকে শ্রদ্ধা করব' - ভোট পর্ব মিটতেই কি ভোল বদলাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়!

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফল বের হবার পড়েই জানিয়ে দিয়েছিলেন, যারা দলে ফেরত আসতে চায়, আসতে পারে । রেকর্ড আসন নিয়ে ঐতিহাসিক জয়লাভ করে তৃতীয়বারের মত রাজ্যের ক্ষমতায় তৃণমূল। গেরুয়া শিবিরের ‘২০০ আসন পার’-এর স্বপ্ন, স্বপ্নই থেকে গেল । এবার দলবদলুর দলে নাম লেখানো রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জির মুখে শোনা গেল ‘দিদি প্রশস্তি’ । এমনিতেই মুকুল, রাজীবসব অনেক নেতাকে নিয়েই জল্পনা শুরু হয়েছে । রাজীবের ‘যতদিন বাঁচব, দিদিকে শ্রদ্ধা করব’-এই বক্তব্যের পর সেই জল্পনা আরও কয়েকধাপ বেড়ে গেল ।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া দল দারুণ সাফল্য পায় । সেখান থেকে বিধানসভা নির্বাচন টার্গেট করে তারা। একের পর এক তৃনমূলের নেতা কর্মী বিজেপিতে যোগ দিতে থাকে । এরপর ২০২১ শের বিধানসভা নির্বাচনের আগেই অনেক নেতাই মোদী বিগ্রেডে যোগদান করেন । যদিও তাদের মধ্যে মুকুল-শুভেন্দু ছাড়া বেশিরভাগ নেতা হেরেছেন । দলবদলু এবং বিজেপির হয়ে হেরে যাওয়া হেভিওয়েট নেতাদের তালিকায় রাজ্যের প্রক্তন মন্ত্রী রাজীব অন্যতম । এবার সেই রাজীব ব্যানার্জির গলাতেই এদিন শোনা গেল মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা। বিজেপি নেতা রাজীব ব্যানার্জি বলেন, ‘যতদিন বাঁচবো, ততদিন আমি দিদিকে শ্রদ্ধা করব’। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজীব ব্যানার্জি যেভাবে আবেগপ্রবণ হয়ে আজ মমতা ব্যানার্জির প্রতি শ্রদ্ধা জানালেন তাতে তৃণমূলে তিনি ফিরে আসতেই পারেন।

এদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় ফের কি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চাইছেন ? এই প্রশ্নের উত্তর অবশ্য তিনি এড়িয়ে গেছেন। তবে জানিয়েছেন, ডোমজুড়ে বিজেপির হয়ে তিনি কেন হারলেন, তা পর্যালোচনা করে দেখছেন । উল্লেখ্য,  ২০১৬ এর নির্বাচনে ডোমজুড় বিধানসভা কেন্দ্রে জোড়াফুলের ব্যানারে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছিলেন রাজীব ব্যানার্জি। অথচ, দল বদলে বিজেপিতে আসতেই দেখা গেল, তিনি প্রায় ৫০ হাজার ভোটে হেরেছেন, তৃণমূলের কল্যাণ ঘোষের কাছে। অন্যদিকে রাজীবের সাথে হাওড়া জেলার যে কয়জন বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন, এবারের নির্বাচনে তৃণমূলের কাছে হেরে গেছেন । এবার সাধারণ জনগণের অধীর আগ্রহ, কিভাবে জনপ্রতিনিধিরা অহরহ নিজেদের রঙ, ভোল সব পাল্টাতে পারে !