দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ প্রকাশের মাত্র কিছুদিনের মধ্যে একটি বাংলা নাটক দশ মিলিয়নের গণ্ডি পার করতে পারে, তার উজ্জ্বল প্রমান অপূর্ব-সাবিলা নূর অভিনীত নাটক ‘এক্সচেঞ্জ’ । গতবছর ২৩ শে নভেম্বর রুবেল হোসেন পরিচালিত এই নাটকটি ইউটিউবে ছাড়া হয় । ইউটিউব দর্শকদের মধ্যে এই বাংলা নাটকটি ভাল সাড়া ফেলে দেয় । এর আগে এত দ্রুত বাংলা নাটক হিসাবে দশ মিলিয়নের গণ্ডি পার করতে পেরেছিল সিএমভি প্রযোজিত ও অপূর্ব-মেহজাবীন চৌধুরী অভিনীত একই নির্মাতার নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ ।
সিএমভি প্রযোজিত ও অপূর্ব-মেহজাবীন চৌধুরী অভিনীত একই নির্মাতার নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নাটক ইউটিউবে দশ মিলিয়নের ঘর পার করতে সময় নিয়েছিল মোট ৭৩ দিন । সেক্ষেত্রে অপূর্ব-সাবিলা নূর অভিনীত নাটক ‘এক্সচেঞ্জ’ নাটকটি সময় নিয়েছে মাত্র ৫৩ দিন । বাংলাদেশের ইতিহাসে দ্রুত কোটির ঘরে পৌঁছানর নিরিখে এটি দ্বিতীয় স্থানে রয়েছে । প্রথম স্থানে আছে অপূর্ব-মেহজাবীন অভিনীত আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটি। ‘বড় ছেলে’ নাটকটি দশ মিলিয়নের ঘর পার করতে সময় নিয়েছিল মাত্র ৩৩ দিন ।
স্বভাবতই দশ মিলিয়নের ঘর পার করে উচ্ছসিত অভিনেত্রী সাবিলা নূর । নিজের খুশি লুকিয়ে রাখার কোন চেষ্টা না করে অভিনেত্রী জানান, ‘আমার ক্যারিয়ারে এটাই প্রথম কোটি ভিউ! সে হিসেবে একটু বেশি খুশি খুশি লাগছে। সেই খুশির পালে বাতাস লাগলো তখন, যখন জানলাম এটি দ্রুততম সময়ের মধ্যে কোটি ভিউ হওয়া ২য় নাটক! কৃতজ্ঞতা জানাই আমার নির্মাতা, সহশিল্পী আর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি। এই অর্জন পুরো টিমের।’
এবার ইউটিউবে নিজেই দেখে নিন অপূর্ব-সাবিলা নূর অভিনীত নাটক ‘এক্সচেঞ্জ’
https://www.youtube.com/watch?v=XTakfubi2Rg&feature=emb_title