দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্য বিধানসভা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ছিল নন্দীগ্রাম । সেখানে মমতা-শুভেন্দু দ্বৈরথে কে জিতবেন তাই নিয়ে চলছে জোর কাঁটাছেঁড়া । এই অবস্থায় বৃহস্পতিবার ভোটপর্ব মিটতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ি দিলেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে । যাবার আগে কর্মীদের জানিয়ে গেলেন কিছু গুরুত্বপূর্ণ কথা !
কয়েকদিনের টানটান উত্তেজনা কাটিয়ে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে ভোট প্রচারে যাবার আগে দলীয় কর্মীদের জানালেন, সব সময় সজাগ থাকতে হবে । তাঁর মতে, ভোট নির্বাচন কমিশনের দায়িত্বে হলেও আসলে পরিচালনা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কর্মীদের আশ্বাস দিয়ে তিনি জানান, নন্দীগ্রামে তিনিই জিতবেন । তবে একমাস পর ভোটের ফল । ইভিএম নিয়েও ষড়যন্ত্র হবে । সজাগ না থাকলে বিজেপির ষড়যন্ত্র রুখা যাবে না ।
নন্দীগ্রামে বৃহস্পতিবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পুরো এলাকা দাপিয়ে বেড়িয়েছেন । নির্বাচন কমিশন সেখানে ৩৫৫ টি বুথকেই স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছিলেন । প্রতিটি বুথে ছিল পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী । তা সত্ত্বেও কোনভাবেই হিংসাত্মক ঘটনা এড়ানো যায়নি । মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি বুথে প্রায় ২ ঘণ্টা আঁটকে পড়েছিলেন । এদিনে দলীয় কর্মীদের তিনি জানান, এবারের নির্বাচনে কমপক্ষে ২০০র বেশি আসন নিয়ে তিনিই ক্ষমতায় আসছেন !
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় রেয়াপাড়ায় একটি অস্থায়ী বাড়ি ভাড়া নিয়েছিলেন। গত কয়েক দিন সেখানেই তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের কনট্রোল রুম । শুক্রবার উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের কাজে গেলেন তিনি । এদিকে মমতা বলছেন নন্দীগ্রামে তিনি জিতছেন । অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অমিত শাহ জানিয়েছেন প্রথম দুই দফার ৬০ টি আসনের মধ্যে ৫০ টি আসন বিজেপির পক্ষে যাবে । নন্দীগ্রামে মমতা হারচ্ছেন । এবিষয়ে উত্তর দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমিই নন্দীগ্রামে জিতব। কিন্তু শুধু আমি জিতলেই হবে না, ২০০-র বেশি আসনে জিততে হবে আমাকে।’ সেই সঙ্গেই মমতা বললেন, ‘বিনম্র শ্রদ্ধা নিয়েই বলছি এই ভোট নির্বাচন কমিশন নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিচালনা করছেন।’
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…