দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ভোট কুশলী প্রশান্ত কিশোর ছিলেন এবার শাসক দল তৃণমূলের প্রধান নির্দেশক ! কিন্তু তৃতীয় দফা ভোট মিটতেই তিনি রাজ্য থেকে বেরিয়ে গেলেন । এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছে তৃণমূল । কিন্তু অবশেষে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগামী ফল কি হবে তাই নিয়ে মুখ খুললেন পিকে । তিনি জানিয়ে দিলেন, ২০২১ শের বিধানসভা নির্বাচনে বিরোধী দল বিজেপি ১০০র গণ্ডি পার করতে পারবে না ।
তৃণমূলের পক্ষে যেমন রয়েছেন প্রশান্ত কিশোর, ঠিক তেমনি গেরুয়া শিবিরে রয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য । এই দুইজনের সুক্ষ চিন্তাভাবনার পরিচয় এর আগেও অনেকবার প্রমানিত । চতুর্থ দফার ভোটের দিন সকালে একটি অডিও প্রকাশ করেন । সেখানে প্রশান্ত কিশোর এবং সাংবাদিকদের মধ্যে কথোপকথনের অডিও রেকর্ড ছিল । এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া জানালেন প্রশান্ত কিশোর ।
অমিত মালব্য যেমন পিকের বিরুদ্ধে অডিও টেপ ব্যবহার করেছেন, ঠিক তেমনি পিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অমিত মালব্যের দিকে । নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি হুঙ্কার দিয়ে জানালেন, আগেও বলেছি, এখনও বলছি, যতই কারসাজি করুক না কেন, বাংলায় তিন সংখ্যার আসন পাবে না বিজেপি।’
https://twitter.com/PrashantKishor/status/1380747672248705031
এদিকে আজ চতুর্থ দফার ভোটের সকাল থেকেই শুরু হয়েছে অশান্তি । বিভিন্ন কেন্দ্রে একদিকে যেমন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর উপর চড়াও হবার ঘটনাও সামনে আসছে । সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহারের শীতলকুচিতে । কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার জন্য গুলি চালায় । চারজন তাদের গুলিতে মারা গেছে । আরও চারজনের গায়ে গুলি লাগার খবর পাওয়া গেছে ।