ভোট কুশলী পিকের বিশ্লেষণ, বিজেপি এবার ১০০র গণ্ডি পার করতে পারবে না
ভোট কুশলী পিকের বিশ্লেষণ, বিজেপি এবার ১০০র গণ্ডি পার করতে পারবে না

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ভোট কুশলী প্রশান্ত কিশোর ছিলেন এবার শাসক দল তৃণমূলের প্রধান নির্দেশক ! কিন্তু তৃতীয় দফা ভোট মিটতেই তিনি রাজ্য থেকে বেরিয়ে গেলেন । এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছে তৃণমূল । কিন্তু অবশেষে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগামী ফল কি হবে তাই নিয়ে মুখ খুললেন পিকে । তিনি জানিয়ে দিলেন, ২০২১ শের বিধানসভা নির্বাচনে বিরোধী দল বিজেপি ১০০র গণ্ডি পার করতে পারবে না ।

তৃণমূলের পক্ষে যেমন রয়েছেন প্রশান্ত কিশোর, ঠিক তেমনি গেরুয়া শিবিরে রয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য । এই দুইজনের সুক্ষ চিন্তাভাবনার পরিচয় এর আগেও অনেকবার প্রমানিত । চতুর্থ দফার ভোটের দিন সকালে একটি অডিও প্রকাশ করেন । সেখানে প্রশান্ত কিশোর এবং সাংবাদিকদের মধ্যে কথোপকথনের অডিও রেকর্ড ছিল । এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া জানালেন প্রশান্ত কিশোর ।

অমিত মালব্য যেমন পিকের বিরুদ্ধে অডিও টেপ ব্যবহার করেছেন, ঠিক তেমনি পিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অমিত মালব্যের দিকে । নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি হুঙ্কার দিয়ে জানালেন, আগেও বলেছি, এখনও বলছি, যতই কারসাজি করুক না কেন, বাংলায় তিন সংখ্যার আসন পাবে না বিজেপি।’

 

https://twitter.com/PrashantKishor/status/1380747672248705031

এদিকে আজ চতুর্থ দফার ভোটের সকাল থেকেই শুরু হয়েছে অশান্তি । বিভিন্ন কেন্দ্রে একদিকে যেমন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর উপর চড়াও হবার ঘটনাও সামনে আসছে । সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহারের শীতলকুচিতে । কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার জন্য গুলি চালায় । চারজন তাদের গুলিতে মারা গেছে । আরও চারজনের গায়ে গুলি লাগার খবর পাওয়া গেছে ।