দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়সের ক্ষয়ক্ষতি নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ না দেওয়াকে কেন্দ্র করে এবার টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । স্পষ্ট জানিতে দিলেন, ‘মুখ্যমন্ত্রীর আজকের আচরণ দুর্ভাগ্যজনক ভাবে অশোভন’ । এই ঘটনার একটু পরেই গতকাল রাতে তলব করা হয়েছে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ।
বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার মিটিং আছে এবং সেখানে তিনি যোগ দেবেন । কিন্তু সেদিন রাতেই নরেন্দ্র মোদীর সাথে কারা বৈঠকে থাকছেন সেই তালিকা দেখে বেঁকে বসেন তিনি । সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতি এই অস্বস্তির কারন বলে জানা যায় । নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়, কলাইকুণ্ডা বিমানঘাটিতে পূর্বনির্ধারিত বৈঠকে তিনি থাকছেন না । ঘটনা চক্রে গতকাল মোদীর সাথে বৈঠকে যোগ না দিলেও, শুধু তাঁর সঙ্গে দেখা করে ক্ষতিপূরণের ২০ হাজার কোটির হিসেব তুলে দিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল কলাইকুণ্ডা বিমান ঘাটিতে প্রধানমন্ত্রীর সাথে স্বল্প সাক্ষাতে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । মমতাকে ছাড়াই ইয়সের ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করেই দিল্লী ফিরে যান নরেন্দ্র মোদী । এরপরেই বৈঠকে অনুপ্সথিতির জন্য বিজেপি নেতৃত্ব থেকে মমতাকে নিশানা করা হয় । রাজ্যের বিরোধী দল নেতা এবং নন্দীগ্রাম থেকে জয়ী বিধায়ক শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথসহ অনেকেই সমালোচনা করেন । রাজ্যপাল জগদীপ ধনকড়ও মুখ্যমন্ত্রীর এই আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন ।
গতকাল সন্ধ্যা ৭ টা ৫৪ মিনিটে মুখ্যমন্ত্রীর ‘ঔদ্ধত্য’ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ টুইট করেন । তিনি জানান, ‘মুখ্যমন্ত্রীর আজকের আচরণ দুর্ভাগ্যজনক ভাবে অশোভন। ঘূর্ণিঝড় ইয়াস বহু সাধারণ মানুষের উপর প্রভাব ফেলেছে। এখন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সময়। দিদি তাঁর অহংবোধকে জনস্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। আজকের আচরণ তারই প্রমাণ’। এর কিছুক্ষনের পরেই মুখ্যসচিবকে দিল্লীতে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে ।
বৃহস্পতিবার ইয়াসের পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর পরিদর্শনে যান মমতা । সারাদিন তার সাথেই ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । একাধিক বৈঠকে তাকেও গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে দেখা গেছে । দক্ষিন ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী জানান, মোদীর সঙ্গে বৈঠক করা হয়ত হবে না। এরপর খুব অল্প সময়ের জন্য নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন । NDAর প্রকাশিত খবরে জানা গেছে, সেখানে প্রধানমন্ত্রীকে জানান, ”আপনি ডেকেছেন বলে আমি দেখা করতে এলাম। আমি আর আমার মুখ্যসচিব আপনার কাছে ক্ষতক্ষতির রিপোর্ট জমা দিতে চাই। দিঘায় আমাদের একটি বৈঠক আছে, আমাদের যাওয়ার অনুমতি দিন।’‘ ৩ টে ৪৭ মিনিটে বেরিয়ে যান তিনি।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…