ভারতের পাশে এবার 'বন্ধু' আমেরিকা ! দেশে আসছে ১০০ মিলিয়ন ডলারের অক্সিজেন
ভারতের পাশে এবার 'বন্ধু' আমেরিকা ! দেশে আসছে ১০০ মিলিয়ন ডলারের অক্সিজেন

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আমেরিকার দুঃসময়ে ভারত পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল । কিন্তু সেই সময়ও সমালোচকদের মুখ বন্ধ করা যায়নি । আজ সেই দুঃসময়ে ভারতের সাহায্যের কথা স্মরণ করল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন । বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ১০০ মিলিয়ন ডলারের অক্সিজেন (Oxygen) ভারতে পাঠাচ্ছে আমেরিকা ।

গত বছর করোনার প্রকোপে কাবু আমেরিকা । তখনকার প্রেসিডেন্ট ট্র্যাম্পের দিশেহারা অবস্থা । সেই সময় ভারত আমেরিকার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল । আজ সেই বন্ধুত্বের প্রতিদান কয়েকগুণ বেশী ফিয়িয়ে দিচ্ছে তারা । বুধবার আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, ১০০ মিলিয়ন ডলার মূল্যের অক্সিজেন ভারতে পাঠাচ্ছে তারা । বৃহস্পতিবার থেকেই পাঠানোর প্রক্রিয়া শুরু হবে ।

আমেরিকা থেকে ১০০০ অক্সিজেন সিলিন্ডার, ১৫ মিলিয়ন এ৯৫ মাস্ক, ১ মিলিয়ন র‍্যাপিড টেস্ট কিট সাহায্যে হিসাবে আসছে । এছাড়াও করোনা ভ্যাক্সিন তৈরির কাঁচামাল পাঠানো হচ্ছে । এই কাঁচামাল দিয়ে ২০ মিলিয়ন কোভিড ১৯ ভ্যাক্সিন তৈরি করা যাবে । হোয়াইট হাইজ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে,  “মহামারীতে আমাদের হাসপাতালের উপরেও ধকল গিয়েছে তখন ভারত সহযোগিতা করেছে। আর এখন দরকারের সময়ে আমেরিকাও ভারতরে সাহায্য করতে বদ্ধপরিকর।”

প্রসঙ্গত, দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা ফের একবার ৩ লক্ষ ছাড়াল। এই নিয়ে পরপর ৮ দিন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। দেশে দৈনিক করোনা আক্রান্তে নয়া রেকর্ড। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪ জন। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে একের পর এক দেশ ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে । একসময় ভারতের তৈরি ভ্যাক্সিন বিভিন্ন দেশে পাঠিয়ে সমালোচনার মুখে পড়েছিল নরেন্দ্র মোদী । কিন্তু এবার দেখা যাচ্ছে, অন্যান্য দেশের সাথে নিজেদের কূটনৈতিক সম্পর্ক কতখানি দৃঢ় করেছেন তিনি !