ভারতে ভ্যাক্সিন তৈরির কাঁচামাল আমেরিকা পাঠাচ্ছে না ! স্পষ্ট জানিয়ে দিল আগে ঘর, তারপর পর !
ভারতে ভ্যাক্সিন তৈরির কাঁচামাল আমেরিকা পাঠাচ্ছে না ! স্পষ্ট জানিয়ে দিল আগে ঘর, তারপর পর !

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ কথায় বলে ‘বিপদের বন্ধু আসল বন্ধু’ । এবার আমেরিকা তার জাত চিনিয়ে দিল । ভারতে যখন কাঁচামালের অভাবে করোনা ভ্যাক্সিনের উৎপাদন থমকে ঠিক তখন আমেরিকা জানিয়ে দিল, এই মুহূর্তে মার্কিন নাগরিকদের স্বার্থ সুরক্ষিত রেখে তবেই ভারতে কোভিড ভ্যাকসিনের কাঁচামাল পাঠানো হবে ! এই কথা জানালেন মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।

মুখে আমেরিকা ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে । ভারত গত বছর সেই বন্ধুত্বের প্রতিদান দিয়েছিল সে দেশে করোনা ভ্যাক্সিন পাঠিয়ে । কিন্তু যখন আমেরিকার বন্ধুত্বের প্রতিদান দেবার সময় এল, তখন দেখা গেল ভ্যাক্সিনের কাঁচামাল ভারতে পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে । অথচ এই তো কিছুদিন আগের ঘটনা, ভারতের আগেই আমেরিকা করোনা সংক্রমণে একেবারে ধরাশায়ী, তখন দুই দেশই হাতে হাত মিলিয়ে কাজ করেছিল। ভ্যাক্সিন উত্‍পাদন থেকে শুরু করে করোনা-যুদ্ধের অন্যান্য উপকরণ তৈরি। সবক্ষেত্রেই ভারত ও আমেরিকার একাধিক গবেষণা কেন্দ্র সহযোগিতা চালিয়ে গেছিল।

তবে একথা ঠিক । সেই সময় আমেরিকার মসনদে ছিল ট্র্যাম্প । কিন্তু এখন ক্ষমতায় জো বিডেন । জো বিডেনের এই আমেরিকা-ভারতের মধ্যকার বিদেশনীতি নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে । কার্যত ভারতের দুর্দিনেও তাদের মতের পরিবর্তন হবে না সেটাই গতকাল জানিয়ে দিলেন নেড প্রাইস । আপাতত ভারতে করোনা ভ্যাক্সিনের কাঁচামালের উপর নিষেধাজ্ঞা জারি থাকছে এবং সেই নিষেধাজ্ঞা কবে তুলে নেওয়া হবে বা আদৌ তুলে নেওয়া হবে কি না সেই বিষয়ে কিছুই জানাননি তিনি ।

বরং তাকে বলতে শোনা গেল,  ‘আমেরিকার সরকার এখানকার নাগরিকদের টিকাকরণের উদ্যোগকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। আমরা মূলত দু’টি কারণে এই কর্মসূচি চালু রাখছি। এক, আমেরিকাবাসীদের প্রতি আমাদের বিশেষ দায়িত্ববোধ। দুই, কোভিডের ধাক্কা অন্য যে কোনও দেশের চেয়ে আমাদের অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছে।’ যদিও স্রেফ দেশের স্বার্থেই যে তাঁরা ভ্যাকসিনেশন চালাচ্ছেন না, একথাও এদিন স্পষ্ট করেন প্রাইস। তাঁর যুক্তি, গোটা দুনিয়ার কথা মাথায়

এদিকে আমেরিকা থেকে করোনা ভ্যাক্সিনের কাঁচামাল ভারতে না এলে বেশ বড় ধাক্কা খেতে হবে সেই বিষয়ে সন্দেহ নেই ।  তবে আগামী দিনে ভারত কিভাবে পরিস্থিতির মোকাবিলা করবে এবং আমেরিকার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে কি না সে কথা এখনও জানা যায় নি ।