দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ছোট ছোট স্কুলপড়ুয়াদের গত বছর কেটেছিল ঘরবন্ধী হয়ে ! এবছরও হয়ত ঘরবন্ধী হয়ে অনলাইন কিম্বা অ্যাপের মাধ্যমেই পড়াশুনা করতে হবে ! রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে সাড়ে আট হাজারে পৌঁছেছে । এই অবস্থায় রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না । আগামীকাল মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধ করার ঘোষণা করা হল ।
ষষ্ঠ দফা ভোটের আগেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্যসরকার । গত কয়েকদিনে রাজ্যের করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করেছে । এর উপর নির্বাচনী প্রচারে যেভাবে করোনাবিধি না মেনে মিটিং, মিছিল, জনসভা থেকে শুরু করে রোডশো করা হয়েছে তাতে আগামী দিনে আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হতে চলেছে । এই অবস্থায় যতদিন রাজ্যের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নোটিশ জারি করল রাজ্য সরকার ।
আগামীকাল থেকে স্কুল বন্ধ ঘোষণা ছাড়াও রাজ্যসরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষক শিক্ষিকাদেরও এই সময় স্কুলে আসতে হবে না । এমনিতেই আর কিছুদিনের মধ্যেই স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যেত । সেই হিসাবে আপাতত গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে পার্থক্য একটাই এই ছুটি নির্দিষ্ট সময়ের না হয়ে অনির্দিষ্টকালের জন্য হতে চলেছে ।
এদিকে দেশ জুড়ে করোনা সংক্রমণ অব্যাহত । ইতিমধ্যে রাজ্যসরকারের পক্ষ থেকে জেলায় জেলায় নোটিশ পাঠানো হয়েছে, আপাতত ৫০ শতাংশ কর্মচারী নিয়ে সরকারী অফিস বা দপ্তরগুলি চালাতে হবে । এছাড়া বেসরকারি সংস্থা বা অফিসগুলিতে কর্মচারীদের বাড়িতে বসে কাজ করার অনুরোধ জানানো হয়েছে । এদিকে ২০২১ বিধানসভা নির্বাচনের এখনও তিনটে দফা বাকি। যেভাবে নির্বাচনী প্রচার চলছে, তাতে চিকিৎসক মহল আতঙ্কিত হয়ে পড়েছেন ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…