আগামীকাল মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধের ঘোষণা
আগামীকাল মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধের ঘোষণা

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ছোট ছোট স্কুলপড়ুয়াদের গত বছর কেটেছিল ঘরবন্ধী হয়ে ! এবছরও হয়ত ঘরবন্ধী হয়ে অনলাইন কিম্বা অ্যাপের মাধ্যমেই পড়াশুনা করতে হবে ! রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে সাড়ে আট হাজারে পৌঁছেছে । এই অবস্থায় রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না । আগামীকাল মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধ করার ঘোষণা করা হল ।

ষষ্ঠ দফা ভোটের আগেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্যসরকার । গত কয়েকদিনে রাজ্যের করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করেছে । এর উপর নির্বাচনী প্রচারে যেভাবে করোনাবিধি না মেনে মিটিং, মিছিল, জনসভা থেকে শুরু করে রোডশো করা হয়েছে তাতে আগামী দিনে আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হতে চলেছে । এই অবস্থায় যতদিন রাজ্যের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নোটিশ জারি করল রাজ্য সরকার ।

আগামীকাল থেকে স্কুল বন্ধ ঘোষণা ছাড়াও রাজ্যসরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষক শিক্ষিকাদেরও এই সময় স্কুলে আসতে হবে না । এমনিতেই আর কিছুদিনের মধ্যেই স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যেত । সেই হিসাবে আপাতত গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে পার্থক্য একটাই এই ছুটি নির্দিষ্ট সময়ের না হয়ে অনির্দিষ্টকালের জন্য হতে চলেছে ।

এদিকে দেশ জুড়ে করোনা সংক্রমণ অব্যাহত । ইতিমধ্যে রাজ্যসরকারের পক্ষ থেকে জেলায় জেলায় নোটিশ পাঠানো হয়েছে, আপাতত ৫০ শতাংশ কর্মচারী নিয়ে সরকারী অফিস বা দপ্তরগুলি চালাতে হবে । এছাড়া বেসরকারি সংস্থা বা অফিসগুলিতে কর্মচারীদের বাড়িতে বসে কাজ করার অনুরোধ জানানো হয়েছে । এদিকে ২০২১ বিধানসভা নির্বাচনের এখনও তিনটে দফা বাকি। যেভাবে নির্বাচনী প্রচার চলছে, তাতে চিকিৎসক মহল আতঙ্কিত হয়ে পড়েছেন ।