দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গোটা দেশ করোনা সংক্রমণে দিশেহারা । সংক্রমণের পাশাপাশি মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। এদিকে অক্সিজেনের সাথে পাল্লা দিয়ে পথ্যের অভাব দেখা দিয়েছে । রাজধানী দিল্লীসহ বিভিন্ন রাজ্য থেকে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন শত শত মানুষ । ডাক্তাররা পর্যন্ত চোখের জল ধরে রাখতে পারছেন না । দেশের এই দুঃসময়ে এগিয়ে এলেন বলিউডের তারকা দম্পতি অক্ষয় কুমার এবং তার স্ত্রী টুইঙ্কল খান্না । সম্পূর্ণ নিজেদের উদ্যোগে তারা নিজেদের মত করে দেশের অক্সিজেনের ঘাটতি কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করেছেন ।
নিজের সোশ্যাল মিডিয়ায় অক্ষয় পত্নী এবং অভিনেত্রী টুইঙ্কল খান্না টুইট করে জানিয়েছেন, তিনি নিজে এং তার স্বামী অক্ষয় কুমার করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই করতে দেশের অক্সিজেন ঘাটতি কিছুটা লাঘু করার জন্যে ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করছেন। উল্লেখ্য, কিছুদিন আগে অক্ষয় করোনা মোকাবিলায় সহায়তা করার জন্যে গৌতম গম্ভীরের ফাউন্ডেশনে ১ কোটি টাকাও দান করেছেন। অক্ষয় কুমার লন্ডন এলিট সোসাইটির দুই ডাক্তার ডাঃ দ্রশনিকা পাটেল এবং ডাঃ গোবিন্দ বঙ্কানি ভারতের জন্যে যে ১২০ টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠাচ্ছেন, সেখানে আরও ১০০ টি অক্সিজেন কনসেনট্রেটর যোগ করে মোট ২২০ টি কনসেনট্রেটর ভারতে পাঠানো হচ্ছে।
করোনা মহামারীর এই দুর্দিনে বিশ্বের অনেক দেশই ভারতের পাশে দাঁড়িয়েছে । ইতিমধ্যে ভারতের এই সংকটজনক পরিস্থিতিতে আমেরিকা এবং ব্রিটেন অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে। এদিকে ভ্যাক্সিনের কাঁচামাল রপ্তানির উপর যে নিধেধজ্ঞা জারি করেছিল আমেরিকা, সেটি প্রত্যাহার করে নিয়েছে । এছাড়া কাঁচামালের পাশাপাশি জরুরী চিকিৎসা সামগ্রী, ঔষধ পাঠানোর আশ্বাস দিয়েছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…