দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ এখনও তিন দফা ভোট বাকি । ভোটের ফল বের হবে ২রা মে । কে ক্ষমতায় আসবে কেউ জানে না । এরই মধ্যে যদি ভোটের পর কেন্দ্রীয় সরকার লকডাউন ডাকে, তাহলেও চিন্তা নেই ! বাড়ি বাড়ি ঘুরে রেশন পৌঁছে দেওয়া হবে । ঠিক এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
দেশ জুড়ে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে । বেশ কিছু রাজ্যে ইতিমধ্যে লকডাউন শুরু করে দিয়েছে । বাংলায় ভোটের কথা মাথায় রেখে এখনই হয়ত লকডাউন ঘোষণা করা হচ্ছে না । কিন্তু ভোটের পর কেন্দ্র চাইছে লকডাউন ঘোষণা করে দিতে । এমনটাই অভিমত প্রকাশ করলেন মুর্শিদাবাদ জেলার লালগোলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী মহম্মদ আলির প্রচারে অভিষেক । তবে পাশাপাশি জানালেন, গতবারের মত এই বারেও মানুষের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস । যদি এমন পরিস্থিতি আসে, তাহলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার দায় নেবে তৃণমূল সরকার।
যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী শিল্পমহলকে আশস্ত করে জানিয়েছেন, এই মুহূর্তে দেশ গতবছরের মত লকডাউনের পথে হাঁটবে না ।কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এদিন অভিষেক জানিয়েছেন, “নির্বাচন শেষ হবে আর লকডাউন ঘোষণা করবে কেন্দ্রের সরকার।” সেই সাথে মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে রেশন প্রকল্প’র কথা । তিনি জানান, কেন্দ্রীয় সরকার যাই করুক না কেন, চিন্তার কিছু নেই । সেক্ষেত্রে বাড়ি বাড়ি খাদ্য ও স্বাস্থ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে তৃণমূল পরিচালিত সরকার।
এদিকে সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্যান্য রাজ্যে লকডাউন হলেও বাংলায় লকডাউন হতে দেবেন না তিনি । কিন্তু সমস্যা অন্য জায়গায় । আগামী মাসের ২ তারিখ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে । সেই দিন ভাগ্য নির্ধারণ হবে তৃণমূল কিম্বা বিজেপির । তবে অভিষেকের এই প্রতিশ্রুতি দেওয়ায় অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন । আপাতত নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে থাকা ছাড়া দ্বিতীয় উপায় নেই ।