দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ শেষ পর্যন্ত প্যালেস্টাইন-ইজরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করা হল । অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিশ্ববাসী । কিন্তু এই ১১ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে রীতিমত ধ্বংস যজ্ঞ চালিয়েছে ইহুদি সেনাবাহিনী । কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, গাজা ভূখণ্ডকে তছনছ করার পরেই যুদ্ধে ক্ষান্ত দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ।
টানা ১১ দিন ধরে হামাস জঙ্গি গোষ্ঠী এবং ইজরায়েলী সেনার মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম চলেছে । অন্যদিকে বিশ্ব জুড়ে করোনার আবহের মধ্যে শক্তিধর দেশগুলির মধ্যে বড় সংঘর্ষের আশঙ্কায় কাটিয়েছে বিশ্ববাসী । ফলে এই রক্তের খেলা বন্ধ হতেই স্বস্তির নিঃশ্বাস নিল সবাই । ইজরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সুরক্ষা মন্ত্রিপরিষদ গাজা উপত্যকায় ১১ দিনের সামরিক অভিযান বন্ধে যুদ্ধবিরতিতে অনুমোদন দিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, যুদ্ধ বিরতি ঘোষণার আগেই অনেক ক্ষতি স্বীকার করে নিতে হয়েছে প্যালেস্টাইনকে ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী একদিকে যেমন যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন, অন্য দিকে হামাসের এক কর্মকর্তাও যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছিলেন যে, শুক্রবার ভোর ৪ টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একদিকে হামস জঙ্গি গোষ্ঠীর সমর্থনে বেশ কিছু মুসলিম দেশ জোট বাঁধতে শুরু করেছিল । লেবানন থেকেও ইজরায়েলের উপর একটি রকেট হামলার ঘটনা ঘটে । অন্যদিকে দুই দেশের এই যুদ্ধে তুরস্ক, রাশিয়া (Russia) এবং আমেরিকার সরাসরি প্রবেশের সম্ভাবনা অনেক বেড়ে যায় । পেন্টাগনের সাথে ইজরায়েলের অত্যাধুনিক অস্ত্রচুক্তি আরও আশঙ্কা তৈরি করেছিল ।
গাজার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, এই যুদ্ধে এখনও পর্যন্ত ৬৪ শিশু এবং ৩৮ জন মহিলা সহ কমপক্ষে ২২৭ প্যালেস্তাইনি মারা গিয়েছেন এবং ১,৬২০ জন আহত হয়েছেন। একই সাথে ইসলামিক জিহাদ সংস্থা জানিয়েছে যে, তাদের ২০ জন যোদ্ধা নিহত হয়েছে। এই যুদ্ধের কারণে প্রায় ৫৮,০০০ প্যালেস্তাইনি তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে। ফলে দেখা যাচ্ছে, ইহুদিরা যুদ্ধ বিরতি ঘোষণা করলেও প্রতিশোধ নিতে একটুও কার্পণ্য করেনি ।
জানা গেছে, বৃহস্পতিবারই আন্তর্জাতিক চাপের মুখে পড়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Israel PM Netanyahu) সঙ্গে ফোনে কথা বলেন। পরে হোয়াইট হাউসের তরফে বিবৃতি দেওয়া হয় যে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন (Biden) ইজরায়েল -প্যালেস্তাইন যুদ্ধবিরতির (De-escalation) পক্ষে সওয়াল করেছেন। তবে ইজরায়েল-প্যালেস্তাইন রক্তক্ষয়ী সংঘর্ষের (Israel-Palestine Conflict) ১১ দিনের শেষে দাঁড়িয়ে উভয় দেশের এই যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে আন্তর্জাতিক মহল।