কোভিশিল্ডের পর এবার কোভ্যাক্সিন ! দাম জানিয়ে দিল ভারত বায়োটেক
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আগামী ১ লা এপ্রিল থেকে সাঁরা দেশে ১৮ বছররে উপরে সবাইকে ভ্যাক্সিন দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । এই অবস্থায় কোভিশিল্ডের পর এবার কোভ্যাকসিনেরও দাম সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করল নির্মাণকারী সংস্থা ভারত বায়োটেক । বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে ১২০০ এবং সরকারি হাসপাতালের ক্ষেত্রে ৬০০ টাকা দাম দিয়ে কিনতে হবে ।
আগামী ২৮ এপ্রিল থেকে ১৮ বছরের বেশী বয়সীদের ভ্যাক্সিন নেওয়ার জন্য নাম রেজিস্ট্রেশন শুরু হচ্ছে । নির্দিষ্ট বয়সের যে কেউ Cowin অ্যাপের মাধ্যমে তাদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন । কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ক্ষেত্রে কোভিশিল্ডের দাম নিয়ে সমস্যা তৈরি হয়েছে । এই অবস্থায় কোভ্যাকসিনের দাম ঘোষণা হবার পর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে আরও সমস্যা তৈরি হতে পারে বলে অনুমান করা হচ্ছে ।
কেন্দ্রীয় সরকার কেন কম দামে ভ্যাক্সিন কিনতে পারবে ? রাজ্য সরকারের কাছে দামটাই বা কেন বেশী হবে ? এবার এই প্রশ্নের উত্তর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে দেওয়া হয়েছে । সেখানে জানানো হয়েছে, করোনা ভ্যাক্সিন কোভিশিল্ডের দাম নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে । তাই সংস্থার তরফ থেকে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার জন্য এই বিজ্ঞপ্তি জারি ।প্রথমত তারা জানিয়েছে , সারা দেশে করোনা প্রতিরোধ গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকার যেহেতু অনেক বেশি পরিমাণে ভ্যাক্সিন কিনছে, তাই অনেক কম দামে কোভিশিল্ড দেওয়া যাচ্ছে । বাজারদর অনুসারে, খোলা বাজারে অন্যান্য অসুখের অনেক ভ্যাক্সিন ( যেমন নিউমোনিয়া ) অনেক বেশি দামে বিক্রি করা হয় । সেখানে সরকারকে এটি খোলাবাজারের থেকে এক তৃতীয়াংশ দামে বিক্রি করা হয় । উল্লেখ্য, কোভিশিল্ড রাজ্যগুলির জন্য ৪০০ টাকা, বেসরকারি হাসপাতালের জন্য ৬০০ টাকা এবং কেন্দ্রীয় সরকারের জন্য ১৫০ টাকায় বিক্রি করবে সিরাম ইনস্টিটিউট।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…