দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ একদিকে রাজ্যে ভোটের দামামা বাজছে, অন্যদিকে ফের গরু বা গো-মাংস নিয়ে বিতর্ক তৈরি হল । এবার গরুর মাংস রান্না করার ইচ্ছা প্রকাশ করতেই টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্তকে ‘গনধর্ষণ’ করার হুমকি দেওয়া হল । সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীকে কুরুচিকর মন্তব্য করার পাশাপাশি খুন এবং গনধর্ষণের হুমকি ভোটের বাজারে আরও একধাপ চাঞ্চল্য ছড়িয়েছে ।
বিগত কয়েক বছর ধরে গরু নিয়ে বিতর্কের শেষ নেই । একদিকে গো-হত্যা কিম্বা গো-মাংস খাবার অপরাধে প্রান হারাতে হয়েছে অনেককেই, অন্য দিকে অনেকেই রীতিমত প্রচার করে গো-মাংস ভক্ষন করেছেন । গরু কিম্বা গো-মাংসকে কেন্দ্র করে ধর্মীয় ভাবাবেগ ব্যবহার করে রাজনৈতিক রঙ চড়িয়েছেন অনেকেই । এবার গরুর মাংস রান্না করার ইচ্ছা প্রকাশ করায় ফেঁসে গেলেন অভিনেত্রী দেবলীনা দত্ত ।
কিছুদিন আগে অভিনেত্রী দেবলীনা দত্তকে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে দেখা যায় । সেখানে উপস্থিত ছিলেন অপর এক অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় । কথা প্রসঙ্গে বাঙ্গালীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজার কথা ওঠে । অভিনেতা অনিন্দ্য দুর্গাপুজোর অষ্টমী বা নবমীর দিন গোমাংস খাওয়ার প্রসঙ্গ তোলেন । সেখানে অভিনেত্রী কথার পৃষ্ঠে জানান, তিনি নাকি খুব ভাল গরুর মাংস রান্না করতে পারেন । এখান থেকেই বিতর্কের সুত্রপাত শুরু হয় ।
দেবলীনার এই মন্তব্যের জেরে প্রতিক্রিয়া জানান অভিনেতা তরুণজ্যোতি তিওয়ারি । তিনি দেবলীনা দত্তের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনেন এবং দরকার পড়লে আইনি ব্যবস্থা নেবার কথা জানান । এরপরেই শুরু হয় সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় । পক্ষে এবং বিপক্ষে শুরু হয় তর্ক-বিতর্ক । অভিযোগ তর্কবিতর্কের মধ্যেই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোষ্টের কমেন্টের জায়গায় কুরুচিকর মন্তব্য শুরু হয় । এক পর্যায়ে তাকে খুন এবং গণধর্ষণ করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী ।