শুভেন্দুকে আরও চাপে রাখতে সক্রিয় শাসক দল ! সরানো হচ্ছে আরও এক ঘনিষ্ঠকে
শুভেন্দুকে আরও চাপে রাখতে সক্রিয় শাসক দল ! সরানো হচ্ছে আরও এক ঘনিষ্ঠকে

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বাংলার রাজনীতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চাপে ফেলতে মরিয়া শাসক দল! পূর্বমেদিনীপুরে এবার তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে তাঁর ‘ঘনিষ্ঠ’ গোপাল মাইতিকে সরানোর উদ্যোগ শুরু করেছে তৃণমূল । কিছুদিন আগে তাকে সভাপতি পদ থেকে অপসারণ করা হয় । এবার তার ঘনিষ্ঠদের সরিয়ে ক্ষমতা খর্ব করার প্রক্রিয়া শুরু হল ।

মেদিনীপুরে অধিকারী পরিবারের ক্ষমতা গত তিন দশক ধরে চলে আসছে । বিধানসভা নির্বাচনের আগে রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে নন্দীগ্রাম থেকে ভূমিপুত্র শুভেন্দু অধিকারী মমতাকে পরাজিত করেছেন । চলতি সপ্তাহে কাঁথি সমবায় ব্যাঙ্ক থেকে তাকে সভাপতি পদ থেকে অনাস্থা প্রস্তাব এনে অপসারণ করা হয়েছে । এবার ঘনিষ্ঠদের সরানোর কাজ শুরু হয়েছে । রাজ্যের মৎস্যমন্ত্রী এবং রামনগরের বিধায়ক অখিল গিরি জানিয়েছেন,  ”১৪ জন ডিরেক্টরের মধ্যে পাঁচ জনের সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত হয়ে গিয়েছে। আর তিনজনের সমর্থন পেলেই আমরা চেয়ারম্যানকে  সরাতে পারব। আলোচনা অতি দ্রুততার সঙ্গে এগোচ্ছে।”

পূর্বমেদিনীপুরের রাজনীতিতে অধিকারী পরিবারের একের পর এক ঘনিষ্ঠদের উপর কোপ আসতে শুরু করেছে । শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল মাইতিকে সরানোর প্রসঙ্গ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে দাবী,  ”শুভেন্দু নিজে তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে না থাকলেও গোপালকে দিয়ে নিজস্ব প্রভাব বিস্তার করাতেন বিরোধী দলনেতা। তাই তাঁর প্রভাব থেকে এই সমবায় ব্যাঙ্ককে মুক্ত করতে আমরা বিশেষভাবে উদ্যোগী হয়েছি।”

এদিকে নন্দীগ্রাম নিয়ে মামলা চলছে । বিচারপতি পরিবর্তন করে চলতি সপ্তাহেই তার রায় বের হবার কথা । বিজেপি রাজ্য চাণক্য মুকুল রায়কে নিয়ে দলের মধ্যে বিড়ম্বনার শেষ নেই । বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী নিজের ক্ষমতা দেখাতে শুরু করেছেন ! রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা, এই মুহূর্তে শুভেন্দুকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে চাইছে মমতা সরকার। এই কারনেই এইভাবে একের পর এক ঘনিষ্ঠদের সরিয়ে দিয়ে শুভেন্দু প্রভাব খর্ব করতে চাইছে শাসক দল !