দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ মাত্র দুইদিন আগেই বাংলাদেশের অর্থমন্ত্রী জানিয়েছিলেন, যারা করোনা ভ্যাকসিনের দাম কম নেবে, তাদের কাছ থেকেই সরকার আমদানি করবে ! এর মধ্যে চুক্তি অনুযায়ী বাংলাদেশের কাছে আগামী মাসেই ‘মেক ইন ইন্ডিয়া’ করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ পাঠাচ্ছে ভারত । সিরাম নির্মিত এই ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন বাংলাদেশ সরকার কত টাকা দিয়ে কিনছে দেখে নেওয়া যাক ।
দীর্ঘ লকডাউনের পর কর্মচঞ্চলতা ফিরে এলেও এখনও মানুষ আতঙ্কে প্রহর গুনছে । এরমধ্যে বাজারে করোনা ভ্যাকসিন চলে আসার খবর একঝলক খুশির বার্তা ব্যে নিয়ে এসেছে । পুণের সিরাম ইন্সটিটিউটের ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন এই সপ্তাহেই সাধারন মানুষের মধ্যে দেওয়া শুরু হবে । পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশের কথা চিন্তা করে সেখানে প্রায় তিন কোটি করোনা ভ্যাকসিন ডোজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার ।
ভারতে যে দামে সিরাম নির্মিত ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন পাওয়া যাবে, বাংলাদেশ অবশ্য সেই দামে পাচ্ছে না । জানা গেছে ভারতের চেয়ে প্রায় ৪৭ শতাংশ বেশী দামে বাংলাদেশ সরকারকে কিনতে হচ্ছে এই ভ্যাকসিন । এদিকে সিরাম ইন্সটিটিউটের অধিকর্তা আদার পুনাওয়ালা সরকারকে জানিয়েছে তাদের তৈরি ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন আপাতত ২০০ টাকা প্রতি ডোজ হিসাবে বিক্রি করা হবে ।
অন্য দিকে গত বছরের আগস্ট মাসে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আশ্বাস দেওয়া হয়েছিল, ভ্যাকসিন তৈরি শেষ হলে ৩ কোটি ডোজ বাংলাদেশকে দেওয়া হবে । সেই প্রতিশ্রুতি অনুযায়ী ভারত সরকার এবং সিরাম ইন্সটিটিউটের তরফ থেকে ভ্যাকসিন প্রায় ৩ কোটি ডোজ বাংলাদেশে পাঠানো হবে । সরকারীভাবে কত টাকায় বাংলাদেশকে ভ্যাকসিন পাঠানো হচ্ছে সে বিষয় প্রকাশ না করলেও সুত্রের খবর প্রতি ডোজ ভ্যাকসিন ৪ মার্কিন ডলারে বাংলাদেশ সরকারের কাছে বিক্রি করা হবে ।
এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ভারত ডোজ প্রতি ৩ মার্কিন ডলারে বাংলাদেশের কাছে বিক্রি করছে । তবে এখনও পর্যন্ত ঠিক কি দামে বাংলাদেশ ভারতীয় করোনা ভ্যাকসিন কিনছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার বা ভারত সরকার প্রকাশ করেনি ।
ভারত সিরাম নির্মিত যে ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন সাধারনের জন্য বাজারে নিয়ে আসছে তার দাম পড়ছে ডোজ প্রতি ২০০ টাকা । প্রাথমিকভাবে ভ্যাকসিনের প্রথম ১ কোটি ১০ লক্ষ ডোজ মাত্র ২০০ টাকায় বিক্রি করবে সিরাম। তবে সরকারীভাবে ২০০ টাকা দাম পড়লেও বাইরে থেকে এই ভ্যাকসিন কিনতে লাগবে ১০০০ টাকা । উল্লেখ্য, অন্যান্য ভ্যাকসিনের তুলনায় ‘মেক ইন ইন্ডিয়া’ কোভিশিল্ড ভ্যাকসিন অনেক বেশী কার্যকর এবং দামেও অনেক কম হওয়ায় বিশ্বের অনেক দেশেই চাহিদা তুঙ্গে উঠছে ।