দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ সারদা কাণ্ড কোনভাবেই পিছু ছাড়ছে না । ভোটের আবহের মধ্যেই ফেঁসে গেলেন রাজ্যসভার প্রাক্তন সদস্য কুনাল ঘোষ এবং তৃণমূল সাংসদ শতাব্দী রায় । সারদা চিটফান্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এই দুই জনের কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করল । ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক প্রতারণা ও অর্থ তছরুপ প্রতিরোধ আইনে এদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ।
রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন । এই নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত । প্রতিদিনই হিংসাত্মক ঘটনার সাক্ষি থাকছে রাজ্যবাসী । এরই মধ্যে তৃণমূলকে বড় ধাক্কা খেতে হল ইডির তরফ থেকে । শনিবার সারদা চিট ফান্ড মামলায় রাজ্যসভার প্রাক্তন সদস্য কুণাল ঘোষ, তৃণমূল সাংসদ শতাব্দী রায় এবং সারদা গোষ্ঠীর অন্যতম অধিকর্তা দেবযানী মুখোপাধ্যায়ের সব মিলিয়ে মোট তিন কোটি টাকা মুল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ।
ইডির পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, এখনও পর্যন্ত সারদা চিট ফান্ড মামলায় মোট ৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । কুনাল ঘোষের সম্পত্তি বাজেয়াপ্ত হবার পর তিনি বলেন, ‘সারদা মিডিয়া থেকে আমার বেতন এবং বিজ্ঞাপন বাবদ পুরো বৈধ আয়টি সম্পূর্ণ স্বেচ্ছায় ফেরত দিয়েছি। এর সমস্ত প্রমান পত্র আমার কাছে রেডি রয়েছে । আমার যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি আমি স্বেচ্ছায় ইডিকে দিয়েছি এবং তা তাঁরা আইনি প্রক্রিয়ায় গ্রহণ করছে বলে জানি। এর বাইরে কোনও সম্পত্তি বাজেয়াপ্তর খবর নেই।’
জানা যাচ্ছে, সম্প্রতি সারদা মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইডির হাতে এসেছে । সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করে সিবিআই । জেরা ভিত্তিতে বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে আসে। উল্লেখ্য, সারদা দুর্নীতি নিয়ে একসাথে কাজ করছে সিবিআই এবং ইডি । পূর্বে কুনাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বেশ কয়েকবার ।
বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে মুলত শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপির মধ্যে । এই অবস্থায় তৃণমূল সাংসদ শতাব্দী রায় এবং মুখপাত্র কুনাল ঘোষের সম্পত্তি বাজেয়াপ্তের ঘটনা যথেষ্ট চাপে ফেলে দিয়েছে শাসক দলকে । তৃণমূলের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া জানানো হয়নি । তবে দলের মধ্যে অনেকেই ধারনা করছেন, সিবিআই কিম্বা ইডি মুলত অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর অঙ্গুলি হেলনে চলছে !