দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের করোনার ধাক্কায় কাঁপছে বিশ্ব ! অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে । এবার প্রতিবেশী দেশ বাংলাদেশ বিপাকে পড়তে চলেছে ! করোনার প্রথম ধাক্কা সামলে নিলেও দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে প্রতিবেশী দেশটিতে । গত ২৪ ঘণ্টায় শেখ হাসিনার দেশে প্রায় ৭ হাজার করোনা পজিটিভ সনাক্ত করা হয়েছে ।
ভারতে এই মুহূর্তে ৫টি রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন । এই নির্বাচনে প্রচার ঘিরে মানা হচ্ছে না কোন করোনা বিধি বা সাবধানতা । এদিকে মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যের করোনা পরিস্থিতি বেশ নাজুক । আনলক পর্যায়ে মানুষ স্বাভাবিক কর্মজীবনে ফেরার পর শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ । বাংলাদেশেও দ্বিতীয় ঢেউ-এর তীব্রতা অনুভুত হচ্ছে । গত ২৪ ঘণ্টায় ২৯,৩৩৯ টি নমুনা পরীক্ষায় ৬,৮৩০ জনের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.২৮ শতাংশ। সারাদিনে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।
বাংলাদেশ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন থেকে জানা গেছে, সে দেশে নমুনা পরীক্ষার ২৩.২৮ শতাংশ পজিটিভ ফল এসেছে । বিশেষজ্ঞদের মতে এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক । এখনও পর্যন্ত বাংলাদেশে ৯,১৫৫ জনের মৃত্যু হয়েছে করোনার শিকার হয়ে । গত বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন থেকে জানা গেছে মোট ৬,৮৬৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে । গতকাল সেই সংখ্যা গতকাল বেড়ে দাঁড়িয়েছে ৬,৮৩০ ।
উল্লেখ্য গত বছর বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী সনাক্ত করা হয় । কিন্তু সেদেশে আক্রান্তের সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে টিন অংকের মধ্যে সীমাবদ্ধ ছিল । ২০২১ সালে সেই সংখ্যা চার অংকে ঠেকেছে । সম্প্রতি সে দেশে মৃত্যুর সাংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে । বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে জানিয়েছেন, সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ার কারণে হাসপাতালগুলো ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে। এদিকে চিকিত্সক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালগুলোর ওপর যে হারে চাপ বাড়ছে, তাতে করোনা ভাইরাসের চিকিত্সা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।