দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আজ থেকে ৪৫ বছরের বেশি বয়সের যে কেউ করোনা টিকা নিতে পারবেন । এত কিছু সত্ত্বেও কোনভাবে করোনা সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না । প্রতিদিন দ্রুত হারে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ৭২ হাজার ছাড়াল । একদিনে মারা গেছে ৪৫৯ জন
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্ত হয়েছেন ৪০ হাজারের বেশি । কিন্তু সেখানে একদিনে নতুন করে সংক্রামিত হয়েছে ৭২ হাজারের বেশি । এই অবস্থায় করোনার টিকার উপর কতখানি ভরসা করা যায় তাই নিয়ে অনেকেই সন্দিহান হয়ে পড়ছেন । সরকারী হিসাবে এখনও পর্যন্ত ৬,৫১, ১৭, ৮৯৬ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে ।
গত ২৪ ঘণ্টায় দেশের করোনা চিত্র সরকারী পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, নতুন করে আক্রান্ত ৭২ হাজার ৩৩০ । মৃত্যু হয়েছে ৪৫৯ জনের । সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১,২২, ২১,৬৬৫ । এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন, ১, ১৪, ৭৪, ৬৮৩ জন । এর মধ্যে অ্যাক্টিভ কেস ৫,৮৪,০৫৫ । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে, ১,৬২, ৯২৭ জনের ।
দেশের মধ্যে আক্রান্তের নিরিখে সবার প্রথমে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে কেরল, তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা না করলেও অনেকেই আশঙ্কা করছেন, ইতিমধ্যে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে । গত বছরের মত এই বছর ফের লকডাউনের পথে কি হাঁটবে দেশ ? এই প্রশ্ন এখন সকলের মনে মনে ঘুরছে । ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে নাইট কার্ফু চালু করা হয়েছে ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চাইছে করোনা টিকাকরনের কাজ আরও দ্রুত থেকে দ্রুততর করতে । আজ ১ লা এপ্রিল থেকে গোটা দেশে ৪৫ বছরের উপর বয়স হলে যে কেউ টিকা নিতে পারবেন । উল্লেখ্য, ১৬ জানুয়ারি থেকে টিকা কর্মসূচি শুরু হয়েছিল দেশে। প্রথম দফায় চিকিত্সক স্বাস্থ্য কর্মী ও ফন্ট লাইন করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে টিকা দেওয়া হয় ৬০ বছর বেশি ব্যস্কদের এবং শারীরিক ভাবে অসুস্থ ৪৫ বছরের বেশি বয়স্কদের।
Delhi: #COVID19 vaccination for everyone above 45 years of age begins from today. Visuals from Lady Hardinge Hospital. pic.twitter.com/wbpRLQtQA6
— ANI (@ANI) April 1, 2021