অবশেষে নন্দীগ্রামে জারি ১৪৪ ধারা, মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং !
অবশেষে নন্দীগ্রামে জারি ১৪৪ ধারা, মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং !

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ দিন পার হলেই রাজ্যের সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্রে ভোট । নন্দীগ্রাম থেকেই নাকি উঠে আসবে আগামী মুখ্যমন্ত্রী ! ফলে আগামী দিনে রাজ্য রাজনীতি নন্দীগ্রামের ফলাফলের উপর নির্ভর করছে অনেকাংশে । এই কেন্দ্রের দখল নিয়ে উত্তেজনায় ফুটছে তৃণমূল-গেরুয়া শিবিরসহ অন্য রাজনৈতিক দলও । সুষ্ঠুভাবে এখানে ভোট গ্রহণ করতে মরিয়া নির্বাচন কমিশন । আজ থেকেই কড়া নিরাপত্তা বলয়ে রীতিমত মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা । জারি করা হল ১৪৪ ধারা । মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং । আকাশপথে নজরদারি চলবে সেই সাথে ।

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে সব মিলিয়ে ৩৫৫ টি বুথ রয়েছে । ইতিমধ্যে প্রত্যেকটি বুথকে স্পর্শকাতর বুথ হিসাবে ঘোষণা করা হয়েছে । অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে । প্রতিটি বুথে থাকছে আলাদাভাবে ৫ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । আত্মরক্ষার জন্য প্রত্যেক জওয়ানকে গুলি ছোড়ার অনুমতি দেওয়া হয়েছে । আজ প্রচার পর্ব শেষ হতেই জারি করা হল ১৪৪ ধারা । রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র জওয়ান । একসাথে ৫ জনের বেশি জমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ।

নন্দীগ্রামে এবারের লড়াই মুলত মমতা-শুভেন্দুর মধ্যে । তবে প্রচারে সংযুক্ত মোর্চাও খুব পিছিয়ে নেই । সব মিলিয়ে মোট ৮ জন প্রার্থী এবারের ভোটে লড়াই করবেন । যেভাবে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষ অব্যাহত তাতে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে নির্বাচন আধিকারিকদের কাছে । আজ সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত কঠোরভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে । ৫ জনের জমায়েত যেমন নিষিদ্ধ, তেমনিভাবে একসাথে একের অধিক বাইক একসাথে দেখলেই গ্রেপ্তার হতে হবে ।

জানা গেছে, আজ নন্দীগ্রামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসপি পদমর্যাদার অফিসার নিয়োগ করা হয়েছে । পূর্ব মেদিনীপুরের দায়িত্ব পড়েছে প্রবীণ ত্রিপাঠী এবং নগেন্দ্র ত্রিপাঠীর কাঁধে । প্রচারের সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নন্দীগ্রামে বিজেপি পরিকল্পিতভাবে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে । এছাড়াও বিহার, উত্তর প্রদেশ থেকে বহিরাগত এনে ভোটারদের প্রভাবিত করছে বিজেপি, এমন অভিযোগ জানিয়েছেন । সুত্রের খবর, মমতার সেই অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে ।