করোনা টিকায় নয়া নির্দেশিকা ! দ্বিতীয় ডোজের সময় পরিবর্তন
করোনা টিকায় নয়া নির্দেশিকা ! দ্বিতীয় ডোজের সময় পরিবর্তন

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গোটা দেশ জুড়ে চলছে করোনা টিকাকরনের কাজ । এবার সেই টিকা নিয়েই নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র । দ্বিতীয় ডোজের সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হল । দেখে নেওয়া যাক নতুন জারি করা নির্দেশে কেন্দ্র কি জানিয়েছে ।

কোন প্রকার গ্যাঁটের টাকা খরচ ছাড়াই সরকারীভাবে গোটা দেশে চলছে করোনা টিকাকরনের কাজ । নিয়ম অনুযায়ী প্রথম টিকা নেবার পর ২৮ দিন পরে দ্বিতীয় ডোজ নেবার কথা । এতদিন ধরে টিকাকরনের কাজে কোভিশিল্ডের ব্যবহার চলছিল । এবার কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, এবার আর ২৮ দিন বা চার সপ্তাহ নয় । বরং ৬ থেকে ৮ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিতে হবে । সময়সীমা বাড়ানোর ফলে টিকার কার্যকারিতা বৃদ্ধি পাবে- এমনটাই যুক্তি দেখানো হয়েছে ।

চলতি বছরের ১৬ই জানুয়ারি থেকে গোটা দেশে চলছে করোনা টিকাকরনের কাজ । প্রথম পর্যায়ে নির্ধারিতদের টিকা দেওয়া হয়েছে । এখন টিকা দেওয়া হচ্ছে ৪৫ বছরের বেশি যাদের বয়স এবং অন্য রোগ আছে তাদের ও ৬০ বছরের বেশি বয়সীদের । টিকা হিসাবে ব্যবহার করা হচ্ছে কোভিশিল্ড ভ্যাক্সিন । পুনের সেরাম ইনস্টিটিউট-এ তৈরি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড এতদিন ব্যবহার হচ্ছে । এই ভ্যাক্সিন ছাড়াও ভারতীয় ভ্যাক্সিন কোভ্যাক্সিন রয়েছে । এটি তৈরি করেছে বায়োটেক ।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার দ্বিতীয় ডোজের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছেন শুধুমাত্র কোভিশিল্ডের ক্ষেত্রে ।  বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের ক্ষেত্রে এই নিয়মের প্রয়োজন নেই । কেন্দ্রীয় নির্দেশনামায় জানানো হয়েছে, ‘‌পরীক্ষার ফলের ভিত্তিতে বলা যেতে পারে, কোভিশিল্ড টিকার দু’টি ডোজের মধ্যে সময়ের ব্যবধান আট সপ্তাহ হলে আরও ভাল ফল পাওয়া যাবে। ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (এনটিএজিআই) ও ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের সম্মতি পাওয়ার পরেই এই নির্দেশ দেওয়া হচ্ছে।’‌

পাশাপাশি কেন্দ্রীয় সরকার এও জানিয়েছে, সময়সীমা ৪ থেকে ৮ সপ্তাহ বাড়লেও দুই ডোজের ব্যবধান কোনভাবেই ৮ সপ্তাহের বেশি না হয় । পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ৪ কোটি ৫০ লক্ষ ৬৫ হাজার ৯৯৮ জনকে টিকা দেওয়া হয়েছে দেশে।এদিকে করোনা টিকাকরনের মধ্যেো লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ।