মহাগুরু মিঠুনের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন যিশু !
মহাগুরু মিঠুনের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন যিশু !

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে বঙ্গ রাজনীতিতে এবার তারকার ছড়াছড়ি ! বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই ‘তারকা’ লড়াই চলছে জোর কদমে । দলে তারকা টানার প্রতিযোগিতায় কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ । এবার বিজেপির নতুন তারকা যিশু ।

২০১১ সালে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যে প্রথম বার ক্ষমতায় আসার সময় একের পর এক টলি তারকার সমাগম ঘটতে দেখা গেছে বঙ্গ রাজনীতিতে । রাজ্য রাজনীতিতে সেখান থেকেই চলছে নিজের দলে তারকা আনার লড়াই । তবে অন্য দুইবার তৃণমূল কংগ্রেস অন্য সবাইকে টেক্কা দিলেও ২০২১ শের নির্বাচন ঘিরে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে । অন্তত তারকাদের দলে যুক্ত করার প্রতিযোগিতায় । বিজেপির এবার নতুন সংযোজন টলি তারকা যিশু ।

মাত্র দুই দিন আগে নরেন্দ্র মোদীর বিগ্রেড সমাবেশে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিতে দেখা গেছে মহাতারকা মিঠুন চক্রবর্তীকে ।  কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপির পক্ষে যোগ দিয়েছেন রুদ্রনীল । তারপর একে একে যশ দাশগুপ্ত, পায়েল সরকার, তনুশ্রী ও শ্রাবন্তীর মতো হেভিওয়েট তারকা নিজেদের সামিল করেছেন গেরুয়া পতাকার নিচে ।

যিশু আগামী দিনে বিজেপির হয়ে রাজনীতি মঞ্চে আসছেন এটা স্পষ্ট হয়েছে রুদ্রনীলের সাথে মিঠুন চক্রবর্তী এবং যিশুর একটি আড্ডা ঘিরে ।  তিনজনের আড্ডার ছবি দিয়ে রুদ্রনীল নিচে ক্যাপশান দিয়েছেন   ‘একটু অন্যরকমের আড্ডা’। রাজনৈতিক মহলের ধারনা, এই ‘অন্যরকমের আড্ডা’ মানেই যিশুর রাজনীতিতে যোগ দেবার ইঙ্গিত ! যদিও এখনও পর্যন্ত যিশু বিজেপিতে আসছেন কিনা সেই বিষয় খোলসা করা হয়নি ।

এদিকে কিছুদিন আগে বাঙ্গালীর গর্ব প্রাক্তন ক্রিকেটার এবং বিসিসিআই এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কম জল ঘোলা হয়নি । এমন কি অপর এক মহাতারকা প্রসেনজিতের নামও রাজনীতির আঙিনায় আলোচনা হতে থাকে । শেষ পর্যন্ত তাদের দু’জন সেই ফাঁদে পা দেননি । এবার যিশুর পালা ! দেখা যাক মহাগুরু মিঠুন চক্রবর্তীর হাত ধরে ‘মহাপ্রভু’ যিশু রাজনীতির মঞ্চে অবতরণ করেন কি না ?