প্রার্থী হিসাবে কল্পতরু মমতা; নিজের কেন্দ্রকে 'মডেল নন্দীগ্রাম' বানানোর প্রতিশ্রুতি
প্রার্থী হিসাবে কল্পতরু মমতা; নিজের কেন্দ্রকে 'মডেল নন্দীগ্রাম' বানানোর প্রতিশ্রুতি

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামের প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণা করেছিলেন । আজ থেকে নিজের কেন্দ্র থেকে প্রচার শুরু করেন তিনি । নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে নেমে মুখ্যমন্ত্রী ‘মডেল নন্দীগ্রাম’ তৈরি করার প্রতিশ্রুতি দিলেন ।

নন্দীগ্রাম আসন্ন বিধানসভা নির্বাচনে হটস্পট । একদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেকে সেখানকার প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন । অন্যদিকে গেরুয়া শিবির থেকে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে প্রার্থী হিসাবে দাড় করিয়েছে । নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর হাতের তালুর মত চেনা জায়গা । ফলে রাজনৈতিক বিশেষজ্ঞরা ধারনা করছেন এবার সেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে । এদিকে মমতার কাছে নন্দীগ্রাম আসন অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ।

নন্দীগ্রামে জেতার জন্য বিরোধী দল বিজেপি যে মরিয়া হয়ে ঝাঁপাবে সে বিষয়ে দ্বিমত নেই । ফলে ওই আসনের গুরুত্ব বুঝে নিজের কেন্দ্র থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী। আজ নন্দীগ্রামে প্রথম কর্মীসভা করেই তিনি একের পর এক ঘোষণা করে গেলেন একাধিক প্রকল্প । ‘মডেল নন্দীগ্রাম’ তৈরি করার আশ্বাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  তিনি চান  নন্দীগ্রামের সকলে শিক্ষা পান, সকলে চাকরি করুক। আগামী দিনে শহীদদের নামে একটি বিশ্ববিদ্যালয় নন্দীগ্রামে তৈরি করার প্রতিশ্রুতি দেন তিনি । তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হচ্ছে সেখানে এই এই ঘোষণাগুলি থাকবে বলে তিনি জানান ।

অনেকেই ধারনা করছেন, খানিকটা জেদের বশেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসন ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামকে বেছে নিয়েছেন । আবার রাজনৈতিক মহলের একাংশ ধারনা করছেন, নন্দীগ্রামে নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা করা প্রকৃত পক্ষে তৃণমূল সুপ্রিমোর একটা মাস্টার স্ট্রোক । তবে মমতার সিদ্ধান্ত ভুল না সঠিক সেটি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বোঝা যাবে ।