ভারতী ঘোষের গ্রেপ্তারি নিয়ে রায় সুপ্রিম কোর্টের
ভারতী ঘোষের গ্রেপ্তারি নিয়ে রায় সুপ্রিম কোর্টের

দি আজকের জিউজ ওয়েব ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে ভারতী ঘোষকে নিয়ে গেরুয়া শিবিরে এল স্বস্তির বাতাস । এবারের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিষয়ে সুপ্রিয় কোর্ট জানিয়ে দিল বিধানসভা নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত গ্রেপ্তারি মুলতবি রাখা হল । এই রায়ের ফলে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের মনোনয়ন জমা কিম্বা ভোট প্রচারে আর কোন প্রতিবন্ধকতা থাকল না ।

জানা গেছে, প্রাক্তন আইপিএস অফিসার এবং রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে মোট ৩০ টি এফআইআর রয়েছে । এই মামলাগুলির জন্য যেকোন সময়ে তাকে আদালতে হাজিরা কিম্বা গ্রেপ্তার হবার একটা সম্ভবনা ছিল । ঠিক এই কারনেই প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়া এবং প্রচারের ক্ষেত্রে যাতে কোন প্রকার বিগ্ন না ঘটে তার জন্য সুপ্রিম করতে আবেদন করেছিলেন তিনি । অবশেষে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হল, আগামী ১০ মে পর্যন্ত ভারতীর গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দেওয়া হল ।

নিজের নিরাপত্তা বলয়কে সুরক্ষিত করতে প্রাক্তন এই আইপিএস অফিসার তার আইনজীবীর সাহায্য নেন । তার আইনজীবী মক্কেলের জন্য শীর্ষ আদালতের হস্তক্ষেপ ও রক্ষাকবচের আর্জি জানান । সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে তিনি বলেন ‘‌ভারতী ঘোষের বিরুদ্ধে একাধিক এফআইআর করা হয়েছে। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করছেন বলে, লোকসভা ভোটের আগেও একাধিকবার তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এখন ভারতী ঘোষ ও সিআইএসএফ এর বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে ১৩ মার্চ ডেবরার প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা। ভারতী ঘোষকে আটকাতেই এই কৌশল নিয়েছে রাজ্য সরকার।’‌

প্রাক্তন আইপিএস অফিসারের আইনজীবীর এই দাবির বিপক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকেও আইনজীবী আদালতে সওয়াল করেন । তার বক্তব্য ছিল, ‘‌আমরা তাঁকে গ্রেপ্তার করতে চাইছি না। যে আদালতে তাঁর নামে মামলা চলছে, সেই আদালতই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আর তিনি হাজিরা দেন না।’‌ তবে গেরুয়া শিবিরে স্বস্তির পরশ বুলিয়ে  সুপ্রিম কোর্টের বিচারপতি ভূষণ ভারতী ঘোষের গ্রেপ্তারির উপর ভোট না মেটা পর্যন্ত স্থগিতাদেশের নির্দেশ দেন।