দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অনেকের স্বপ্ন মহাকাশে বিচরণ করবেন । আর চিন্তা নেই । এবার ইচ্ছা হলে মহাকাশে সময় কাটিয়ে আসতে পারবেন যে কেউ ! আগামী দিনে মহাকাশে হোটেল ব্যবস্থা চালু করতে চলেছেন বিজ্ঞানীরা । উল্লেখ্য মহাকাশে হোটেল ব্যবস্থা এই প্রথম ।
মহাকাশ নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের কোন সীমা নেই । এই নিয়েই বছরের পর বছর ধরে চলছে গবেষণা । অনেক দিন থেকেই বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে আসছিলেন কিভাবে মহাকাশে পাকাপাকিভাবে থাকা যায় । শুন্যে হোটেল ব্যবস্থা চালু করা সেই চিন্তা-ভাবনার প্রথম ধাপ । জানা গেছে, এই হোটেলই হবে মহাকাশে মানুষের তৈরি প্রথম স্থাপনা ।
মহাকাশে হোটেল স্থাপন করার পরিকল্পনা প্রাক্তন বৈমানিক জন ব্লিনকাউয়ের নির্মাণ প্রতিষ্ঠান অর্বিটাল অ্যাসেম্বলি কর্পোরেশনের । এদের অধীনে মহাকাশে হোটেলটি নির্মাণ করা হবে ,। সংস্থার পক্ষ থেকে জানা গেছে, নির্মাণ কাজ শেষ হবে ২০২৭ সাল নাগাদ । যে হোটেলটি নির্মাণ হচ্ছে তার নাম দেওয়া হয়েছে দ্য ভয়াগার স্টেশন ।
জানা গেছে, দ্য ভয়াগার স্টেশন নামের মহাকাশ হোটেলটিতে সব মিলিয়ে মোট ৩৯২ জন থাকতে পারবেন । এই বিলাস বহুল হোটেলে আলাদা আলাদা কামরার ব্যবস্থা থাকছে । মোট অতিথি থাকতে পারবেন ১৮০ জন এবং বাকি ১১২ জন ক্রু থাকতে পারবেন । এই মহাকাশ হোটেলে থাকতে হলে কি রকম খরচ পড়বে সেই বিষয়ে এখনও জানা যায়নি । পৃথিবী থেকে ভার্জিন গ্যালাকটিক মহাকাশযানে করে হোটেলে যাতায়াত করতে হবে ।
প্রাক্তন বৈমানিক জন ব্লিনকাউ জানিয়েছেন, “আমরা মানুষকে এটা বুঝাতে চাই যে– মহাকাশ ভ্রমণের সেই স্বর্ণযুগ এখন নাগালের মধ্যেই! সেই সুবর্ণ সুযোগ খুব দ্রুতই এগিয়ে আসছে।” এই সম্পূর্ণ পরিকল্পনায় প্রাক্তন বৈমানিক জন ব্লিনকাউয়ের সাথে আছেন ভার্জিন গ্রুপের মালিক রিচার্ড ব্রানসন এবং টেসলা ও স্পেসএক্স-এর মালিক ইলন মাস্ক ।