মিঠুন চক্রবর্তী শেষ পর্যন্ত গেরুয়া শিবিরেই নাম লেখালেন !
মিঠুন চক্রবর্তী শেষ পর্যন্ত গেরুয়া শিবিরেই নাম লেখালেন !

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ শেষ পর্যন্ত মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরে যোগ দিলেন । আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিগ্রেড সমাবেশে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা তুলে নেন তিনি । সমাবেশে উপস্থিত ছিলেন, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, শুভেন্দু অধিকারীসহ আরও অনেকে ।

অভিনেতা মিঠুন চক্রবর্তী একদা বাম সংগঠনের সাথে যুক্ত থাকলেও বঙ্গ রাজনীতিতে শাসক দল তৃণমূলের হয়ে রাজনীতি করেছেন দীর্ঘদিন । মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় দলের পক্ষ থেকে তাকে রাজ্যসভার সদস্য হিসাবেও নির্বাচিত করেছিলেন । যদিও ২০১৬ সালে নিজের স্বাস্থ্যগত সমস্যার কারনে রাজ্যসভার সদস্য পদ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি । এবার ফের রাজনীতির মঞ্চে গেরুয়া ঝাণ্ডা ধরে তাকে দেখা যাবে আবার ।

রাজ্য জুড়ে যখন চিটফান্ড নিয়ে উথাল পাথাল, ঠিক সেই সময়ে মিঠুন চক্রবর্তীর নামও সেই তালিকায় উঠে আসে । তার বিরুদ্ধে বে আইনিভাবে আর্থিক সুবিধা পাবার অভিযোগ ওঠে । সেই সময় তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতি করতেন । সেই ঘটনার কিছুদিন পরেই রাজনীতিতে থেকে নিজেকে সরিয়ে নেন তিনি । এবার ফের বিজেপির হাত ধরে বাংলার রাজনীতিতে দেখা যাবে ‘মহাগুরু’কে ।

রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরেই উঠে আসছিল মিঠুন চক্রবর্তীর নাম । অভিনেতাকে বিজেপিতে আনার জন্য গেরুয়া শিবির থেকেও চেষ্টা করা হয় । আর এস এস এর প্রধান মোহন ভাগবত। তখন থেকেই অনেকেই ধরে নেন, আগামী দিনে মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দিতে চলেছেন । আজ সেই সব প্রশ্নের উত্তর পাওয়া গেল বিগ্রেড সমাবেশে ।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিগ্রেড সমাবেশ । সেখানে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ধুতি-পাঞ্জাবী পরে একেবারে বাঙ্গালিয়ানায় দেখা গেছে । নরেন্দ্র মোদীর আসার আগেই বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের হার থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। গেরুয়া শিবির থেকে আশা করা হচ্ছে, এবার থেকে মিঠুন চক্রবর্তীকে ভোটের প্রচারে পাওয়া যাবে ।

মিঠুন চক্রবর্তীর বিজেপি শিবিরে যোগদানকে কেন্দ্র করে এখনও পর্যন্ত তার আগের দল তৃণমূল কংগ্রেস কিম্বা সি পি এম থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এদিকে বাংলায় মিঠুন চক্রবর্তীর যে জনপ্রিয়তা রয়েছে ভোটের আগে সেই জনপ্রিয়তা বিজেপির অনেকটাই বাড়তি অক্সিজেন যোগাবে সে বিষয়ে সন্দেহ নেই ।